হাতে তলোয়ার, তলোয়ার রাসে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির অভূতপূর্ব নাচ,ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট ডেস্ক :  রাজনীতি জীবনের পাশাপাশি তাঁর সংস্কৃতি মনোভাব রয়েছে তা বোধহয় অনেকেরই জানা নেই। তবে এ বার তা প্রকাশ্যে এল। গুজরাটের ভাবনগরের তলোয়ার সে দুই হাতে তলোয়ার নিয়ে অভূতপূর্ব নাচ করতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। এমনিতেই বঙ্গে রাস উত্সব চলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় ভারতের বিভিন্ন হিন্দু প্রধান রাজ্যগুলিতে মহাসমারোহে রাস উত্সব পালিত হচ্ছে।

রাস উত্সবের বিভিন্ন ভাগ রয়েছে আর তার মধ্যে অন্যতম জনপ্রিয় হলেও তলোয়ার রাশ। শ্রী স্বামীনারায়ণ গুরুকুল এই তলোয়ার রাস উত্সবের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে অন্যান্য নৃত্যশিল্পীদের সঙ্গে দুই হাতে তলোয়ার নিয়ে নাচে তাল মেলাতে দেখা গেল স্মৃতি ইরানিকে।Smriti Irani sword1 1

এক ঐতিহ্যপূর্ণ নৃত্য শৈলী হলেও তলোয়ার রাশ, এটি বিশেষ করে গুজরাত ও রাজস্থানের বিস্তীর্ণ জায়গায় দেখা যায়। তাই গুজরাতের ভাবনগর এদিন স্মৃতি ইরানি মঞ্চে অন্যান্য শিল্পীদের মতো অনুকরণ করেই দক্ষতার সঙ্গে নৃত্য প্রদর্শনের চেষ্টা করেন। ভিডিওটি সংবাদ সংস্থা এনআইএর তরফে টুইট করার পর কেন্দ্রীয় মন্ত্রীর এই বিশেষ প্রতিভার জন্য সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।


সম্পর্কিত খবর