বাংলা হান্ট ডেস্ক: এন আর সি কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতার উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মঙ্গলবার তিনি বলেন যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ভারতবর্ষের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষার দ্বায়িত্বে আছে। এন আর সি কাণ্ডের বিষয় তিনি বলেন ” কোনো ভারতীয় বঞ্চিত হবেনা। আমরা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ভারতবর্ষের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষার্থে শপথ গ্রহণ করেছি।” মুখ্যমন্ত্রীর এন আর সি এর বিরোধিতা কে তীব্র সমালোচনা করে তিনি বলেন যে এর থেকে প্রমাণ হয় মুখ্যমন্ত্রীর আইনের প্রতি অশ্রদ্ধা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় পুলিশের প্রতি দুর্ব্যবহার এর কথা বলেন। তিনি আরও বলেন ” বাংলার মুখ্যমন্ত্রীর এইরূপ ক্রিয়াকলাপের জন্য বাংলার মানুষরা কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যেসব অধিকার দাবি করে তা থেকে বঞ্চিত হচ্ছে, বাংলার নারী, শিশু, কৃষকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে” এখানেই শেষ নয়, তিনি বলেন ” বিগত লোকসভার ফলাফল প্রমাণ করে দিয়েছে যে বাংলার মানুষ পরিবর্তন চাইছে।”
উল্লেখ্য যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এন আর সি এর বিরোধিতায় বারংবার নানান স্থানে সরব হন। এইদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তার এই বিরোধিতার উত্তর দেন।