বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকালই সম্পূর্ণ হয়েছে প্রথম মহিলা আইপিএলের (WPL) অকশন। আইপিএল (IPL) গভর্নিং বডির উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে যাবতীয় প্রক্রিয়া এবং প্রত্যেকটি দল নিজেদের প্রয়োজনীয় প্লেয়ারদের দলের সামিল করিয়ে নিয়েছে। যদিও মাত্র ৫ টি দল থাকায় দেশ ও বিদেশের অনেক প্রতিভাবান ক্রিকেটার দল পাননি। কাল যারা বিক্রিত হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন এই মুহূর্তে ভারতের সহ-অধিনায়ক এবং ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
গতকাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় নিজেদের দলে সামিল করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় যিনি ১৮ নম্বর জার্সি পড়েন তিনি আইপিএলে আরসিবির হয়ে খেলেন। এবার বিরাট কোহলির মতোই ভারতীয় মহিলা দলের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় যিনি ১৮ নম্বর জার্সি পড়েন তিনি আরসিবি মহিলা দলের হয়ে খেলবেন। স্মৃতি এবং বিরাট কোহলি দুজন ভারতীয় ক্রিকেটের আইকনকে নিজেদের দলে পেয়ে খুবই খুশি আরসিবি ভক্তরা।
স্মৃতির সাথে এলিসা পেরি, রিচা ঘোষের মতো তারকাদেরও দলে নিয়েছে আরসিবি। সেইসঙ্গে একটি খুব আকর্ষণীয় পরিসংখ্যান সকলের সামনে উঠে আসছে। স্মৃতি এই মহিলা আইপিএলের অকশনে যা দাম পেয়েছেন তত দাম পাকিস্তান সুপার লিগে বাবর আজমও পাননি কোনওদিন। পুরুষদের আইপিএলের সাথে তো কোনওদিন এই বিষয়ে তুলনাতেও আসতো না পিএসএল। এবার মহিলাদের আইপিএলে এই বিশেষ ক্ষেত্রে পেছনে ফেলে দিল পাকিস্তানের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগটিতে।
বাবর আজম পিএসএলে দাম ১ কোটি ৪০ লক্ষ টাকা। তাকে কয়েক যোজন পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন স্মৃতি? এমনকি মহিলা ক্রিকেটে যারা স্মৃতির মতন অতটা জনপ্রিয় নন তারাও অনেকে দামের দিক দিয়ে ধরে ফেলেছেন বাবর আজমকে। পেশোয়ার জালমি দলকে নিয়ে অনেক ট্রোল, মিমও বানাচ্ছে নেটিজেনরা এই বিশেষ বিষয় নিয়ে। ভানুকা রাজাপক্ষ যিনি পাকিস্তান সুপার লিগের সবচেয়ে দামি বিদেশিদের মধ্যে একজন, তারচেয়েও বেশি দাম পেয়েছেন মহিলা আইপিএলে সবচেয়ে বেশি দামি বিদেশি হওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। তার দাম উঠেছে ৩ কোটি ২০ লক্ষ টাকা। তাকে দলে নিয়েছে গুজরাট জায়ান্টস।
মহিলা আইপিএল অকশনে সবচেয়ে দামি তারকারা:
● স্মৃতি মান্ধানা (৩ কোটি ৪০ লক্ষ টাকা)
● অ্যাশলে গার্ডনার (৩ কোটি ২০ লক্ষ টাকা)
● নাতালিয়া স্কিভার (৩ কোটি ২০ লক্ষ টাকায় ইউপি ওয়ারিয়র্সে)
● দীপ্তি শর্মা (২ কোটি ২০ লক্ষ টাকায় ইউপি ওয়ারিয়র্সে)
● জেমিমা রদ্রিগেজ (২ কোটি ২০ লক্ষ টাকায় ইউপি ওয়ারিয়র্সে)