স্মৃতি ও রিচার ব্যাটে ভর করে অজিদের বিরুদ্ধে স্মরণীয় জয় লিপিবদ্ধ করলো ভারতীয় মহিলা দল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট বড় সাফল্য পেলেও ভারতীয় মহিলা ক্রিকেট দল। চলতি বছরে অপরাজিত থাকা অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলকে বছরের শেষে এসে প্রথম হার উপহার দিলেন হরমনপ্রীতরা। সুপার ওভারে ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরালো ভারত। এই হৃদয়ের উত্তেজনায় ভারতীয় দলকে মাঠে ভিকট্রি ল্যাপ করতেও দেখা গেল।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বাইয়ের ডি আই প‍্যাটেল স্পোর্টস কমপ্লেক্সে বেথ মুনির ব্যাটে ভর করে বড় জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। আজও মুনির (৮২) পাশাপাশি তাহলিয়া ম্যাকগ্রাথের (৭০) ব্যাটে ভর করে বড় টার্গেট ভারতের সামনে রেখেছিল অস্ট্রেলিয়া। জিততে গেলে তাদের তুলতে হতো ১৮৮ রান।

শুরুটা দুর্দান্ত করেছিলেন স্মৃতি মান্ধানা এবং শেফালী ভার্মা। কিন্তু শেফালী ৩৪ রান করে আউট হওয়ার পর ভারতীয় দল কিছুটা বেকায়দায় পড়ে যায়। কিন্তু অপরদিকে স্মৃতি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ভারতীয় ইনিংসকে। ৪৯ বলে ৭৯ করে যখন তিনি আউট হন তখনো ভারতীয় দলের জয়ের জন্য ২১ বলে ৪০ রানের প্রয়োজন।

এই অবস্থায় ভারতকে রক্ষা করতে এগিয়ে এলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। ১৩ বলে ২৬ রানের একটি অসাধারণ ক্যামিও খেলেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন দেবিকা বিদ্যা। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রানের। দেবিকার মারা দুটি চারের ওপর ভর করে ১৩ রান তোলে ভারত এবং ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারেও দুরন্ত স্মৃতি ৩ বলে করলেন ১৩ রান। মারলেন ২টি ছক্কা। ২ বলে ৬ রান করলেন রিচা ঘোষও। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য এক ওভারে ২০ রানের লক্ষ্য রেখেছিল ভারত। অধিনায়ক এলিসা হিলির মরিয়া চেষ্টা সত্ত্বেও রেণুকা ঠাকুরের ওভারটিতে ১৬ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। স্মরণীয় একটা জয়ের মাধ্যমে সিরিজে সমতা ফেরালো ভারত। কিন্তু এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে সিরিজে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর