বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women’s T20 World Cup) নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় মহিলা দল (Indian Women’s Team)। ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (Under-19 Women’s T20 World Cup) জেতার পর থেকে ভারতীয় সিনিয়র মহিলা দলের ওপর প্রত্যাশা বেড়ে গিয়েছে। শেষবার ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল স্মৃতিরা (Smriti Mandhana)। কিন্তু সেবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস লেখার চেষ্টা করবে ভারতীয় দল।
আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবেন হরমনপ্রীতরা। তার আগে পাকিস্তান মহিলা দলের ফর্মে থাকা অলরাউন্ডার নিদা দার-কে নিয়ে সতর্ক থাকছে ভারতীয় দল। এই মুহূর্তে তিনি পাকিস্তান স্কোয়াডের সেরা ক্রিকেটার। স্পিন বোলিংয়ের পাশাপাশি নিজে ব্যাট হাতেও ম্যাচের ফল বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু তার পাশাপাশি ভারতের জন্য চিন্তার আরও একটি কারণ তৈরি হয়েছে।
ভারতের তারকা ওপেনার এবং সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা গত সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাতের মধ্যমায় চোট পেয়েছিলেন। সেই চোট এখনো সেরে ওঠেনি এবং গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে যাতে তাকে পাওয়া যায় সেই জন্য তাকে নিয়ে প্রথমেই ঝুঁকি নিতে চায় না ভারতীয় দল। তাই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি মাঠে নামবেন না।
কিছুদিন আগে ভারতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল তখন স্মৃতি ভালো ছন্দে ছিলেন। তার অনুপস্থিতিতে ভারতকে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ জেতানো শেফালী ভার্মার ওপেনিং পার্টনার কে হবেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই ক্ষেত্রে দুটি অপশন আপাতত ভারতের সামনে রয়েছে। ঠান্ডা মাথার জেমিমা রদ্রিগেজ অথবা অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী উইকেট রক্ষক রিচা ঘোষ ওপেনার হিসাবে জুটি বাঁধতে পারেন শেফালীর পাশে। তবে এই মুহূর্তে নিশ্চিত কোনও তথ্য এই ব্যাপারে ভারতীয় দলের কাছ থেকে জানা যায়নি।
ভারতীয় স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালী ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, জেমিমা রদ্রিগেজ, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, অঞ্জলি সারভানি, পূজা ভাস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড, শিখা পাণ্ডে