বাংলা হান্ট ডেস্ক :আবারও মিড ডে মিলের খাবার নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ানোর রাজ্যে, এ বার অঙ্গনওয়াড়ির মিড ডে মিলে খিচুড়ির সঙ্গে সিদ্ধ সাপ মেলায় রঘুনাথপুর এক নম্বর ব্লকের গোপীনাথপুর গ্রামে উত্তেজনা ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার হঠাত্ই অঙ্গনওয়াড়ির খাবারে সাপ দেখতে পান বেশ কয়েকজন, যদিও সেই সাপটি সিদ্ধ হয়ে গিয়েছিল।
এমনকি অঙ্গনওয়াড়ির বেশ কয়েকজন পড়ুয়া সেই খিচুড়ি খেয়ে নিয়েছিল। সব সিদ্ধ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই স্কুল ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। কী ভাবে রান্না কর্মীর নজর এড়িয়ে সব পড়ল? কিংবা খিচুড়ি তোলার সময় সাপ নজরে আসার কথা তা হলে কেন সেই খাবার খাওয়ানো হল?
এই প্রশ্ন যেমন উঠছে তেমনই অভিভাবকরা জানিয়েছেন অঙ্গনওয়াড়ি স্কুলের মিড ডে মিলের যে জায়গাটিতে রান্না হয় সেই জায়গাটি অত্যন্ত অপরিষ্কার, যেহেতু দেওয়ালের ধারেই তাই পোকা মাকর পড়ার আশঙ্কা থাকে, এমনকি অঙ্গনওয়াড়ির কর্মী এবং রান্নার কর্মীরা বিষয়টিতে নজর দেন না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ির দুই কর্মী। পুরো বিষয়টি তাঁদের নজর এড়িয়েই ঘটেছে বলে দাবি তাদের।