বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার গাজিয়াবাদের(Gaziabad) গোবিন্দপুরম (Gobindapuram)জে ব্লকের আইসিআইসিআই ব্যাংকের এটিএমের ভিতরে একটি সাপ প্রবেশ করে।আর সাথে সাথে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ ওই বিষাক্ত সাপটি এটিএমটিতে প্রবেশ করায় মানুষের মনে ভয় ধরে যায়। তারা ভাবতে শুরু করেন যে এই সাপ কামড়ালেই মৃত্যু নিশ্চিত। আর এলাকায় হৈচৈ পড়ে যায়।
কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী এবং সাংসদ ভি কে সিং ব্যবস্থা নেন
কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী এবং সাংসদ ভি কে সিংকে ডেকে সাহায্যের জন্য জানিয়েছিলেন স্থানীয় লোকেরা। এরপরেই এতো মানুষের জীবনের কথা ভেবে এমপি অফিস থেকে বন বিভাগকে খবর দেওয়া হয়েছিল।জেলা বন কর্মকর্তা সাথে সাথে বন দফতরের কাছে খবর পাঠান আর এরপরেই একটি দল গোবিন্দপুরমে পাঠান।
খবর পেয়ে আসে বন দফতরের লোক
এরপর বন দফতরের লোকেরা অনেক চেষ্টার পরে এটিএম-তে উপস্থিত সাপটিকে ধরে। আর সেই সাপটি বন্দী করে নিয়ে যায়। আর এই ঘটনার পরে ওই এলাকার লোকেরা স্বস্তির নিশ্বাস ফেলে। এরকম অনেক ঘটনায় রোজ ঘটে চলে আমাদের জীবনে তা আমরা দেখতে পাইনা কিন্তু তা জানলেও মনে মনে কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়।