কলকাতা পুরসভায় সাপের হানা! পরপর ২ দিন যা হল … আতঙ্কের পরিবেশ কর্মীদের মধ্যে!

বাংলা হান্ট ডেস্কঃ পরপর দু’দিন। বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) সাপের হানা। গতকাল খোদ ডেপুটি মেয়র অতীন ঘোষের অফিস ঘরে সাপ ঢুকে পড়ে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিপত্তি! আজ ফের কেএমসির অন্দরে সাপের দেখা পাওয়া যায় বলে খবর!

  • কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) ফের সাপের হানা!

আজ সাতসকালে পুরসভার (KMC) ক্লাবঘরের বাইরের বারান্দায় সাপের দেখা পাওয়া যায়। কালো কুচকুচে একটি সাপ দেখতে পাওয়া গিয়েছিল বলে খবর। প্রায় ১ থেকে দেড় ঘণ্টা ধরে তন্ন তন্ন করে খোঁজ চালান বন দফতরের কর্মীরা। আলিপুর চিড়িয়াখানার সর্প বিশারদরাও সেখানে এসে হাজির হন। তা সত্ত্বেও সাপের কোনও খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে।

গতকাল ডেপুটি মেয়রের অফিস ঘরে যে সাপ দেখা গিয়েছিল, সেটা ধরা যায়নি। ফলে আজ সকালে সেটিই বেরিয়েছিল নাকি এটা অন্য সাপ (Snake), তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পরপর দু’দিন সাপের হানার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরসভার কর্মীদের মধ্যে।

আরও পড়ুনঃ ‘সরিয়ে দিতে বলুন, নাহলে…’! চরম ক্ষুব্ধ বিচারপতি! এবার বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

জানা যাচ্ছে, আজ চিড়িয়াখানার কর্মীরা কেএমসির মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ঘরে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ তল্লাশির পর এদিনও খালি হাতে ফিরতে হয় তাঁদের। তবে পুরসভা চত্বর এবং আশেপাশের এলাকায় কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে বলে খবর। গোটা ঘটনায় পুরসভার কর্মীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

kolkata municipal corporation Government of West Bengal

এক কর্মী যেমন বলেন, ‘গতকালের সাপটাই ফের আজ দেখা দিল নাকি পুরসভার অন্দরেই সাপ নিজের আস্তানা বানিয়ে ফেলেছে বুঝতে পারছি না। এই রকম পরিস্থিতিতে কি অফিসে কাজ করা যায়!’ এখনও অবধি এই নিয়ে কেএমসির (Kolkata Municipal Corporation) তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ডেপুটি মেয়র অতীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর