‘পরিচিত পরিচালকরা কাজ দেননি’, আক্ষেপ স্নেহা চট্টোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশন (Bengali Serial) জগতে যে কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও (OTT Platform)। যদিও একটা সময় সাংবাদিক হিসেবে শুরু করেছিলেন কেরিয়ার।

সম্প্রতি ইন্ডাস্ট্রিতে নিজের অভিজ্ঞতা নিয়ে এক সাংবাদিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। কথা বললেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ নিয়েও। বর্তমানে দর্শকদের কাছে তিনি পরিচিত লছমি নামেই। যদিও অভিনেত্রীর কথায়, ‘এখন সময়টা বেশ ভালই কাটছে। তবে এই মুহূর্তগুলো একদিন শেষ হয়ে যাবে। আবার কবে ফিরে আসবে সেটা জানি না’।

Sneha Chatterjee

বহু সিরিয়ালে অভিনয় করেই চর্চার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছিলেন স্নেহা। তবে একগুচ্ছ ওয়েব সিরিজে অভিনয় করলেও এই প্রথমবার তাকে নিয়ে চলছে এত চর্চা। যদিও নায়িকা নয় অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। এমনটাই জানালেন সাংবাদিক সাক্ষাৎকারে। তাঁর কথায়, ‘অভিনয়টাই আমার কাছে আসল। তবে নায়িকা হওয়ার সুযোগও পেয়েছি বহুবার। আমি সব সময় চেয়েছিলাম ভালো কাজ করব’।

ছোটবেলা টা কেমন কেটেছে?

প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘ছোটবেলাটা আমার দারুন কেটেছে। পরীক্ষা হয়ে যাওয়ার পর ঠাকুমার কাছে গিয়ে গল্প শুনতাম। যেহেতু একান্নবর্তী পরিবারের থাকতাম সে কারণে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম। বেলঘড়িয়াতেই ছিল আমাদের বাড়ি। ছোটবেলার সেই দিনগুলো বড্ড বেশি মিস করি’।

Sneha Chatterjee

কিভাবে প্রেম হলো?

সংলাপের সঙ্গে পাড়াতে আলাপ হয়েছিল আমার। ও আমাকে গিটার শিখাতে এসেছিল কিন্তু গিটার আর শেখা হয়নি। তখন সবেমাত্র সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সুযোগ পেয়েছিল সংলাপ। আমরা একসঙ্গে আঠারোটা বছর কাটিয়ে ফেলেছি। বাবা ছোটবেলায় শিখিয়েছিলেন, যে ভালোবাসে সে কখনো ডানা ছেঁটে নেওয়ার চেষ্টা করে না। সংলাপও কখনো আমার ডানা ছেটে নিতে চাইনি বরং আমায় ডানা দিয়ে গেছে’।

কেন টলিউডে অভিনয় করেননি?

আমি যে কয়েকজন পরিচালককে চিনি তারা কেউ কখনোই আমাকে কাজের জন্য বলেনি। যারা কাজ দিয়েছেন তাদের আমি সেভাবে চিনি না। যদিও কাজ চাইতে আমি কখনই লজ্জা পাই না। দেবালয়দাকেও অনেক দিন ধরে বলে রেখেছিলাম। তারপর আজমকাই এই সুযোগ আসে আমার কাছে ‘।

Sneha Chatterjee

অভিনেত্রীর সংযোজন, ‘আমি সিরিয়ালে কাজ করা কখনই ছাড়বো না। তবে সিনেমায় সুযোগ আসলেও আমি কাজ করতে চাই। অনেকেই মনে করেন যারা সিরিয়ালে কাজ করেন তারা হয়তো সিনেমার জন্য সময় দিতে পারবেনা। কিন্তু আমি সকলকে বলতে চাই আমি সিরিয়ালের পাশাপাশি সিনেমার জন্য সময় দিতে পারব’।

additiya

সম্পর্কিত খবর