বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিন পর ফের অভিনয়ে স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। মা হওয়ায় বেশ কিছুদিন ক্যামেরার থেকে দূরে ছিলেন তিনি। ছেলেকে কিছুটা বড় করে অবশেষে ফের লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় অভিনেত্রী। তবে এবারে চিরাচরিত খলনায়িকা নয়। এক্কেবারে ভিন্ন ধরনের চরিত্র নিয়ে কামব্যাক করেছেন স্নেহা।
জি বাংলার নতুন সিরিয়াল ‘লালকুঠি’তে দেখা যাচ্ছে তাঁকে। চরিত্রের নাম বৈশালী। তবে প্রথম থেকে দেখানো হয়নি স্নেহাকে। গল্পের প্রয়োজনেই রহস্যের অন্ধকারে রাখা হয়েছিল তাঁর চরিত্রটিকে। আসলে এক মানসিক ভারসাম্যহীন মহিলার চরিত্রে অভিনয় করছেন স্নেহা। অতীতের এক দুর্ঘটনার পর থেকেই একটু একটু করে মানসিক স্থিতি হারিয়েছেন তিনি। বোঝাই গিয়েছে, চরিত্রটিতে রয়েছে একাধিক স্তর।
পুরনো চেনা ছন্দে ফিরতে পেরে খুশি স্নেহা। মাঝে দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন ঠিকই। কিন্তু সিরিয়ালের মতো টানা শুটিং তো হয়নি। দীর্ঘ বিরতিতে তাই নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করেছেন স্নেহা। তবুও মন মানতে চায় না। একরত্তি ছেলেকে বাড়িতে রেখে শুটিংয়ে আসা।
ছোট্ট ছেলে তুরুপ হাঁটতে শিখেছে। আধো আধো কথাও ফুটছে মুখে। সোশ্যাল মিডিয়ার দৌলতে তুরুপের সঙ্গে ভালোই পরিচিতি হয়ে গিয়েছে নেটিজেনদের। এতদিন ছেলের সঙ্গে সঙ্গে কাটিয়েছেন স্নেহা। শুটিংয়ে ফিরে তাই ছেলের জন্য মন খারাপ অভিনেত্রীর। তবুও রোজগার তো করতেই হবেই। তাই কোলের ছেলেকে বাড়িতে রেখেই শুটিংয়ে আসতে হচ্ছে স্নেহাকে।
গত ৫ ফেব্রুয়ারি মা হয়েছেন স্নেহা। ছেলের নাম রেখেছেন তুরুপ আর শুক্তো। আর ভাল নাম জোনাক। অভিনেত্রীর মতে, মা হওয়ার পর একজন মেয়ের জীবন সম্পূর্ণ ভাবে পালটে যায়। স্বাভাবিক ভাবেই সন্তানকে তখন বেশি সময় দিতে হয়। তাই বলে মায়েদের নিজেদের জন্য একটুও সময় থাকবে না এমনটা হওয়া উচিত নয়।
স্নেহা বিশ্বাস করেন মায়েরা যদি নিদেদের জন্য একটু সময় বের করে নেন তাহলে তারা স্বার্থপর হয়ে যান না। তাঁর কথায়, “আমি আমার ছেলেকে বোঝাতে চেষ্টা করব তোমার জীবন আছে, আমারও আছে। আমি তোমার জীবনকে সম্মান করব। তুমিও আমার জীবনকে সম্মান দাও।”