ভারতে সংখ্যা বাড়ছে বিরল তুষার চিতার, উচ্ছ্বসিত পশুপ্রেমীরা, দেখে নিন ভয়ংকর সুন্দরের ছবি

বাংলাহান্ট ডেস্কঃ গত ১০০ বছরে কত বনপ্রাণ যে মানুষের অত্যাচারে বিলুপ্ত হয়ে গিয়েছে তার তালিকা অতি দীর্ঘ। বিপন্ন প্রাণীর তালিকাও কিছু কম নয়। আর এই বিপন্ন তালিকার এক দম উপরের সারিতেই আছে বাঘ (tiger)।

images 2020 07 22T150049.989

হিমাচলের রাজ্যপশু বিরল প্রজাতির তুষার চিতা ক্যামেরাবন্দী হল গ্রেট হিমালয় ন্যাশনাল পার্কে। এই মুহুর্তে সেখানে ৫৪ টি তুষার চিতার অস্তিত্ব মিলেছে।এই কারনে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গ্রেট হিমালয় জাতীয় উদ্যান কুল্লুতে 30 ট্র্যাপ ক্যামেরা স্থাপন করা হয়েছে।

images 2020 07 22T145934.435

কিছুদিন আগেই বেশ কয়েকটি তুষার চিতার ছানা এই ন্যাশনাল পার্কের বিভিন্ন ক্যামেরায় ধরা পড়েছে। যার ফলে এই মুহুর্তে তাদের জন্য আরো বেশী সুরক্ষার ব্যাবস্থা করা হয়েছে। ১৭০০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত গ্রেট হিমালয় জাতীয় উদ্যানে, দীর্ঘদিন ধরে তুষার চিতাবাঘের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

images 2020 07 22T150056.920

তুষার চিতা সাধারণত 3500 থেকে 4000 মিটার উচ্চতায় বাস করে। তবে কখনও কখনও তুষারপাতের সময়, তারা নীচে নেমে আসে। এই মুহুর্তে বিশ্বজুড়ে তুষার চিতা সংখ্যা 5000 এরও কম, ভারতে যেখানে তাদের সংখ্যা মাত্র 300 থেকে 500টি। তাই তাদের সংরক্ষণে বিশেষ জোর দেওয়া হয়েছে।

images 2020 07 22T145922.200

কিছুদিন আগে, ভারতেই সন্ধান পাওয়া গিয়েছে এক বিরল প্রজাতির বাঘ। যার গায়ের রং সোনালি। চিড়িয়াখানা ছাড়া গত ১০০ বছরে আর কোনো বনে এই প্রাণীর দেখা মেলেনি। এবার তার দেখা মিলল কাজিরাঙা জাতীয় উদ্যানে।

গোল্ডেন টাইগার বা গোল্ডেন ট্যাবি টাইগার একটি রয়েল বেঙ্গল টাইগারের বিরল রূপ। এই ঘটনাটি আবাসস্থল ধ্বংস এবং সংযোগ হ্রাসজনিত কারণে খণ্ডিত জনসংখ্যার সাথে জন্মানোর ফলে ব্যক্তিদের মধ্যে ক্রমবর্ধমান জিনের কারণে ঘটে বলে বিশ্বাস করা হয়। অন্তত ৬ বার ক্যামেরায় ধরা পড়া এই বাঘিনীর নাম রাখা হয়েছে ‘গোল্ডি’

 

সম্পর্কিত খবর