ফের দলে ফিরছে শোভন চট্টোপাধ্যায়!

 

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে খুব একটা ভালো ফলা করতে পারেননি তৃণমূল। বাংলায় তৃণমূলের শক্তপোক্ত জমিকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই দল থেকে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বিদায় নিয়েছিলেন। কিন্তু জানা যাচ্ছে, এবার সেই প্রাক্তন মেয়র কে বর্তমান মেয়র ফিরহাদ হাকিম ফোন করে দলে ফেরার আর্জি জানিয়েছেন। এমনটাই দাবি শোভন ঘনিষ্ঠদের।

0065d img 20190527 170950

এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন ফিরহাদ হাকিম নিজেও। তিনি জানিয়েছেন, বন্ধু হিসেবে তিনি শোভনকে ফোন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, তার সঙ্গে যোগাযোগ রাখছে, বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

সম্পর্কিত খবর