‘DA দিলে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার মিলবে না”, বিস্ফোরক মন্ত্রী শোভনদেব! তুঙ্গে বিতর্ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলন চালাচ্ছেন বকেয়া ডিএ-র দাবিতে। ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এরই মধ্যে ডিএ (Dearness Allowance) প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন। বিধায়ক বলেন, “DA দিতে গেলে হয়ত কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প বন্ধ করে দিতে হবে।”

শোভনদেব চট্টোপাধ্যায়ের এই মন্তব্য সৃষ্টি করেছে বিতর্কের। তাকে তীব্র আক্রমণ করতে শুরু করেছেন বিরোধীরা। আর কিছুদিন পরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমেছে শাসক-বিরোধী দুইপক্ষই। প্রত্যেকটি নেতাই নিজেদের মতো করে চালাচ্ছেন জনসংযোগ। শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহ বিধানসভা অঞ্চলের পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচিতে যান বৃহস্পতিবার।

তার কর্মসূচি শুরু করেন পাতুলিয়ার প্রাচীনতম আজম চণ্ডি মন্দিরে পুজো দিয়ে। এরপর তিনি সভা করেন। সেই সভা থেকে একাধিক ইস্যুতে শোভনদেব চট্টোপাধ্যায় মন্তব্য করেন। সেই সভায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আর্থিক পরিস্থিতি ভালো নয় রাজ্যের।” মহার্ঘ ভাতা দিলে হয়তো বন্ধ করে দিতে হবে কন্যাশ্রী, লক্ষীর ভান্ডার এর মতো প্রকল্পগুলি।”

Sovandeb Chattopadhyay

পাশাপাশি তিনি আরোও বলেন, “এবার আপনারাই ঠিক করুন কোনটা আগে দরকার।” শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sobhondev Chattapadhyay) এই মন্তব্যের পর রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিধায়কের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। তিনি বলেছেন, “রাজ্য সরকার খুব ভাল মতোই জানে, নিয়ম মেনে চললে মেলা, খেলা, উৎসব কোনওটাই হবে না।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X