অভিনেত্রী না হয়েও মহালয়ার দুর্গা হওয়ার সুযোগ! কি প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া খ্যাত পায়েল বসাকের?

বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ পায়েল বসাক (Payel Basak) এবং দ্বৈপায়ন চৌধুরীর (Dwaipayan Choudhury) নাচ দেখেননি এমন নেটিজেনদের সংখ্যা প্রায় নেই বললেই চলে। নিজস্ব ইউটিউব চ্যানেলের হাত ধরেই প্রথম পরিচিতি পেতে শুরু করেন এই জুটি। আধুনিক থেকে শুরু করে আঞ্চলিক, কিংবা ধ্রুপদী একাধিক ঘরানার নাচে পারদর্শী এই দম্পতি।

মহালয়ার দুর্গা হচ্ছেন সোশ্যাল মিডিয়া খ্যাত পায়েল বসাক (Payel Basak)

সদ্য বিয়ে করেছেন পায়েল (Payel Basak)-দ্বৈপায়ন।ময়ূরীর মত তাঁদের নাচের ছন্দে বুঁদ হয়ে থাকেন দর্শক। এবার সোশ্যাল মিডিয়ার বিখ্যাত এই নৃত্যশিল্পীই দেবী দুর্গা রূপে ধরা দিতে চলেছেন এবারের মহালয়ায় (Mahalaya)। প্রথম সারির বাংলা বিনোদনমূলক চ্যানেল সান বাংলায় (Sun Bangla) দেবী দুর্গা (Durga) হচ্ছেন তিনি। একদিকে যখন প্রথমসারির  বিনোদনমূলক চ্যানেল গুলিতে দুর্গা রূপে থাকছেন কোয়েল-শুভশ্রীর মতো জনপ্রিয় অভিনেত্রীরা ঠিক তখনই অভিনয়ের কোনোরকম প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও মহিষাসুরমর্দিনী হওয়ার সুযোগ পেয়ে গিয়েছেন পায়েল (Payel Basak)।

   

কিন্তু কীভাবে এল এই সুযোগ? সম্প্রতি এই প্রশ্ন নিয়েই তাঁর কাছে হাজির হয়েছিল এবিপি লাইভ। জবাবে পায়েল জানিয়েছেন, তিনি এবং তার স্বামী দ্বৈপায়ন মহালয়ার আগেই নিজেদের ইউটিউব চ্যানেলে একটি মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা করেছিলেন। তার জন্য প্রস্তুতিও  নিতে শুরু করেছিলেন তাঁরা।

আরও পড়ুন : ‘আমরা অবসাদে চলে যাই…’ ফিল্ম ইন্ডাস্ট্রিতে হতাশা নিয়ে মুখ খুললেন কনীনিকা

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই মহালয়ার কয়েকটি প্রোমো। সেই প্রোমো দেখেই চ্যানেলের তরফ থেকে তাঁদের সাথে যোগাযোগ করা হয়। পায়েলের কথায়, ‘শুনেই রাজি হয়ে গিয়েছিলাম বটে, কিন্তু এটা ছিল আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। যাঁর কাছে আমরা বিপদে পড়ে ছুটে যাই, সেই চরিত্রকে ফুটিয়ে তোলা সহজ নয়। তাও আবার পর্দায়।’

এরপরেই এদিন সংবাদমাধ্যমে শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে পায়েল বলেছেন, ‘আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। যখন দুর্গার সাজে শ্যুটিং করছিলাম, মনে হচ্ছিল আমি আর পায়েল নেই.. ওই শক্তিরই একটা অংশ হয়ে উঠেছি। এ এক অদ্ভূত অভিজ্ঞতা। অনেক আশীর্বাদ থাকলেই বোধহয় এই সুযোগ পাওয়া যায়।’

প্রসঙ্গত ইদানিং সময়ের সাথে অনেকটাই বদলে গিয়েছে বাঙালির মহালয়া। চ্যানেলে চ্যানেলে এখন দেবী দুর্গার সাজার হিড়িক। তাই দূর্গা সাজার এই প্রচ্ছন্ন প্রতিযোগিতায় অভিজ্ঞ অভিনেত্রীদের টেক্কা দিতে পায়েলের মহালয়ার ইউএসপি কি? এপ্রসঙ্গে এই নৃত্যশিল্পী এদিন স্পষ্ট বলেছেন, ”সবাই সবার মতো করে মহিষাসুরমর্দিনীতে অভিনয় করেন। তাঁরা আমার থেকে অনের দক্ষ। অনেক বছর ধরে অভিনয় করছেন। আমি হয়তো তাঁদের কাছে কিছুই নয়। তাই প্রতিযোগিতা হিসেবে ভাবছিই না জিনিসটা। নিজের প্রাণ ঢেলে অভিনয় করেছি। সুযোগ এসেছিল তাই করতে পেরেছি। দর্শকদের ভাল লাগলেই আমাদের পরিশ্রম সার্থক।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর