বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়া এক আজব জগৎ। এখানে রাতারাতি ভাইরাল হয়ে যায় বহু মানুষ। প্রতিভার প্রকাশের জন্য এ এক আশ্চর্যজনক মঞ্চ। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়ে কতজনের যে ভাগ্য বদলে গিয়েছে তা হিসেবের বাইরে। এবার নেট জগতের এমনি এক জনপ্রিয় মুখ পা রাখল সিরিয়ালে (Serial)।
এবার জনপ্রিয় সিরিয়ালে (Serial) এন্ট্রি ফুগলার
সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় থাকেন তারা ‘ফুগলা’কে তো নিশ্চয়ই চিনবেন। মায়া কাড়া চোখের মিষ্টি পুঁচকে প্রথম ভাইরাল হয় তার ‘আন্টি’র একটি ভিডিওর মাধ্যমে। পড়াশোনা থেকে ছুটি চেয়ে খুদের কাকুতি মিনতি অচিরেই মন কেড়েছিল নেট জনতার। সেখান থেকেই হু হু করে খ্যাতি ছড়িয়েছে ‘ফুগলা’র। পরবর্তীতে সে এসেছে ‘দাদাগিরি’তেও। আর এবার সটান সিরিয়ালে (Serial)।
কোন সিরিয়ালে দেখা যাবে: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে ফুগলাকে দেখেছেন অনেকেই। তার মিষ্টি অভিনয়ও মন জিতে নিয়েছে সকলের। এবার জি বাংলার নতুন সিরিয়াল (Serial) ‘দুগ্গামণি ও বাঘমামা’য় বড় চমক দিয়ে এন্ট্রি নিল ফুগলা। শিশুকেন্দ্রিক সিরিয়ালটি মোটে দুদিন হল শুরু হয়েছে। মুখ্য চরিত্রে রয়েছেন মানালি মনীষা দে, রাহুল দেব বসু এবং ছোট্ট রাধিকা কর্মকার। এই সিরিয়ালেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফুগলাকে। ইতিমধ্যে সাম্প্রতিক পর্বে দেখাও গিয়েছে তাকে।
আরো পড়ুন : বাংলাদেশের চরম দুর্দশায় কপাল খুলল ভারতের! রয়েছে এই সুবর্ণ সুযোগ
কী চলছে গল্পে: সিরিয়ালের (Serial) গল্প অনুযায়ী, দুগ্গামণি অনাথাশ্রমে বড় হয়েছে। কিন্তু সেই আশ্রমের মালকিন তাকে বিক্রি করে দিতে চায়। এদিকে মানালির এক শিশুকন্যার জন্মের পরেই তার কাছছাড়া হয়ে যায়। কিন্তু সেকথা লুকিয়েই বিয়ে দেওয়া হয় তাকে। কিন্তু দুগ্গামণি (Serial) এসেই সবার মনের কথা পড়ে ফেলতে পারে।
আরো পড়ুন : ইন্ডাস্ট্রি কাঁপিয়ে “লোক দেখানো” বিয়ে, চুক্তি ফুরোতেই আলাদা হচ্ছেন নীল-তৃণা! বিষ্ফোরক নায়িকা
রাত সাড়ে নটার স্লটে শুরু হয়েছে নতুন সিরিয়ালটি (Serial)। এই স্লটে আগে সম্প্রচারিত হত ‘মিঠিঝোরা’। তবে দুগ্গামণির জন্য স্লট বদল হয়েছে এই সিরিয়ালের। রাত দশটা পনেরোর সময়ে দেখা যাচ্ছে রাই অনির্বাণের কাহিনি।