সিরিজ জয়ের পর স্যোসাল মিডিয়ায় ঝড় তুলছেন এই তারকা ক্রিকেটার, দাবি উঠল ম্যাচের সেরা পুরস্কারের

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যেহেতু প্রথম চারটি ম্যাচের ফলাফল 2-2 ছিল তাই পঞ্চম ম্যাচটি ছিল কার্যত ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচে ইংল্যান্ড কে 36 রানে হারিয়ে ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে সিরিজও জিতে নিয়েছে ভারতীয় দল।

এইদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথমে ব্যাট করে রেকর্ড পরিমাণ রান করে ভারত। নির্ধারিত কুড়ি ওভার শেষে 224 রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে 188 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। এইদিন ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রোহিতের সঙ্গে এই ম্যাচে ওপেন করতে আসেন বিরাট এবং শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দুজনেই। 34 বলে 64 রানের ইনিংস খেলেন রোহিত অপরদিকে 52 বলে অপরাজিত 80 রানের ইনিংস আসে বিরাট কোহলির ব্যাট থেকে।

   

https://twitter.com/eagle_divya_/status/1373322168767942664?s=20

এছাড়াও ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন সূর্য এবং হার্দিক। সূর্য কুমার যাদব করেন 17 বলে 32 রান। হার্দিক পান্ডিয়া করেন 17 বলে 39 রান। অপরদিকে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভুবনেশ্বর কুমার এবং শার্দুল ঠাকুর। চার ওভার বল করে মাত্র 15 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ভুবেনেশ্বর কুমার। অপরদিকে জয়ের মুখে এগিয়ে চলা ইংল্যান্ডের ব্যাটিং পরপর দু বলে ডেভিড মালান এবং ইয়ন মর্গ্যানকে আউট করে ম্যাচের রং বদলে দেন শার্দুল ঠাকুর।

https://twitter.com/KingS21697049/status/1373321429630873600?s=20

ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন ভুবেনেশ্বর কুমার তবে টুইটারে শার্দুল ঠাকুর কে নিয়ে চরম উন্মাদনা দেখা দিয়েছে। অনেকেই দাবি করেছেন পরপর দু বলে ডেভিড মালান এবং ইয়ন মর্গ্যানকে আউট করে ম্যাচের রং বদলে দিয়েছেন শার্দুল ঠাকুর। তাই ম্যাচের সেরা পুরস্কার পাওয়ার দাবিদার ছিলেন তিনি ও।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর