এবার সংবিধানের প্রস্তাবনায় বদল! বাদ ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ, বিস্ফোরক অধীর

বাংলা হান্ট ডেস্ক: দেশের নাম নিয়ে বিতর্কের পর এবার সংবিধান নিয়ে শুরু হল বিতর্ক। নতুন সংসদ ভবনে (New Parliament House) প্রবেশের সময় সাংসদদের যে সংবিধানের অনুলিপি দেওয়া হয়েছে তার প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ (Socialist) এবং ‘ধর্মনিরপেক্ষ’ (Secular) শব্দ দুটি বাদ দেয়া হয়েছে বলে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)।

মঙ্গলবার অধীর চৌধুরী বলেন, ‘নতুন সংসদ ভবনে প্রবেশের সময় যে সংবিধানের (Constitution) নতুন কপি ১৯ সেপ্টেম্বর আমাদের দেওয়া হয়েছে, তার প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ শব্দগুলি নেই। আমরা জানি ১৯৭৬ সালে একটি সংশোধনের পরে এই শব্দগুলি যুক্ত করা হয়েছিল। কিন্তু কেউ যদি আজ আমাদের সংবিধান দেয় এবং তাতে সেই শব্দগুলি না থাকে তবে এটা উদ্বেগের বিষয়। আমি এই নিয়ে বেশ উদ্বিগ্ন। শাসকদলের উদ্দেশ্য সন্দেহজনক। এটা কৌশলে করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই বিষয়টি উত্থাপনের চেষ্টা করেছি, তবে সুযোগ পাইনি।‌ রাহুল গান্ধীও (Rahul Gandhi) বিষয়টি লক্ষ্য করেছেন।’

উল্লেখ্য, গণেশ চতুর্থীর দিন নয়া সংসদ ভবনে প্রবেশ করেছেন সাংসদরা। নতুন ভবনের নাম দেওয়া হয়েছে ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’ (Parliament House of India)। এদিন প্রথমেই লোকসভায় মহিলা সংরক্ষণ (Woman Reservation Bill) বিল পেশ করা হয়। এই বিলকে স্বাগত জানিয়েছে কংগ্রেস (Congress)। যদিও এই বিল তাদের আমলেই আনা বলে দাবি করেছে কংগ্রেস। তবে বিজেপির (BJP) দাবি, অনেক কিছুই এদেশে হওয়ার ছিল, কিন্তু হয়নি। ভগবান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপিকে বেছে নিয়েছেন এই ধরনের ঐতিহাসিক কাজগুলি করার জন্য। তবে এরই মধ্যে সংবিধানের প্রস্তাবনা নিয়ে শুরু হল বিতর্ক।

preamble

উল্লেখ্য, নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন অর্থাৎ মঙ্গলবার সংসদ সদস্যদের একটি গিফট ব্যাগে ভারতের সংবিধানের একটি অনুলিপি, সংসদ সম্পর্কিত বই, একটি স্মারক মুদ্রা এবং একটি স্ট্যাম্প দেওয়া হয়েছে। আর সেই সংবিধানের অনুলিপি নিয়েই বিতর্ক এবার শুরু হল।

Avatar
Monojit

সম্পর্কিত খবর