বাংলাহান্ট ডেস্ক : বছর খানেক আগে সংস্কার করা হয়েছিল। কিন্তু অবস্থা খুব একটা উন্নতি হয়নি সোদপুর উড়ালপুলের। বড় আর ভারী গেলে কাঁপতে থাকে এই সোদপুরের ব্রিজটি। ইতিমধ্যেই, দশ টনের বেশি গাড়ি সোদপুর ব্রিজ দিয়ে যাওয়া আসা নিষিদ্ধ। ফলে আমজনতার জন্য রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সোদপুরের ব্রিজের উপর দিয়ে চলাচল করা।
তাই শেষমেশ, পূর্ত দপ্তরের পক্ষ থেকে রাইটসকে দিয়ে ব্রিজ সংস্কারের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়েছে। সেই কারণেই, ৪৫ দিন সময় চেয়ে সম্প্রতি পূর্ত দপ্তরের তরফে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে চিঠি দিয়ে এই উড়ালপুল বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। তবে মাধ্যমিকের লোকসভা ভোটের কারণে আদৌ সেই সংস্কার করা সম্ভব হবে কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে।
আরোও পড়ুন : মাস গেলে বিনামূল্যে মিলবে ৩০০ ইউনিট বিদ্যুৎ, পাবেন ১ কোটি পরিবার! শুধু করতে হবে এই কাজ
জানা গিয়েছে যে, ২০২১ সালে সংস্কার করা হলেও সোদপুর উড়ালপুলের মোট ১৮৩টি বিয়ারিং তখন পাল্টানো হয়নি। রাইটসের সুপারিশ অনুযায়ী, এখন সবগুলোর বদল দরকার। তবে ব্রিজ বন্ধ রাখার বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দ্রুত বৈঠক করে এই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরোও পড়ুন : ট্রেনের গতি বাড়াতে তৈরী হবে বিশেষ করিডর, সাধারণ বগিও হবে বন্দে ভারতের মতো! বাজেটে বড় ঘোষণা নির্মলার
পানিহাটি পুরসভার পূর্ত দপ্তরের সিআইসি সোমনাথ দে বলেন, ‘সোদপুর ব্রিজের উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার লরি, বাস ও ছোট গাড়ি চলাচল করে। ব্রিজ বন্ধ হলে হাজার হাজার মানুষ সমস্যায় পড়বেন। আবার মানুষের নিরাপত্তার স্বার্থে এই ব্রিজ সংস্কারও জরুরি। তবে এই ব্রিজ বন্ধ হলে ছ’নম্বর রেলগেটের রামচন্দ্রপুর হয়ে ছোট গাড়ি ও ৮ নম্বর রেল গেটের গির্জা রোড হয়ে বড় গাড়িকে বাইপাস করতে হবে।’
তার আগেই এই সব বিকল্প রাস্তার সংস্কার জরুরি। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, ‘পূর্ত দপ্তরের চিঠি আমরা পেয়েছি। পুলিশ ও পরিবহণ দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হবে।’