হতে পারত প্রাণ সংশয়, মুম্বইয়ের রাস্তায় ভয়ঙ্কর ঘটনার শিকার সোহা-কুণাল-ইনায়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মুম্বইয়ের রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন সোহা আলি খান (Soha Ali Khan) ও কুণাল খেমু (Kunal Kemmu)। বড়সড় গাড়ি দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচলেন তাঁরা। সঙ্গে গাড়িতে ছোট্ট ইনায়া (Inaaya Naumi Kemmu) সহ আরো দুজন শিশু ছিল। ঘটনার আকস্মিকতা এখনো কাটিয়ে উঠতে পারেননি সোহা কুণাল। মুম্বই পুলিসের কাছে ব‍্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিনেতা।

ঠিক কী ঘটেছে? একটি গাড়ির ছবি শেয়ার করে কুণাল জানিয়েছেন, এদিন সকালে স্ত্রী সোহা, মেয়ে ইনায়া ও প্রতিবেশী এক মহিলা এবং তাঁর দুই সন্তানকে নিয়ে প্রাতরাশ সারতে গিয়েছিলেন তিনি। সকাল নটা নাগাদ জুহুর রাস্তায় যাচ্ছিলেন তাঁরা। সে সময় একটি গাড়ি রীতিমতো হর্ন দিতে দিতে যাচ্ছিল।


প্রথমে কুণালদের গাড়িটি ওভারটেক করার চেষ্টা করে। তারপর হঠাৎ করেই বিপজ্জনক ভাবে কুণালদের গাড়ির সামনে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। অভিনেতা জানান, সংঘর্ষ এড়াতে রীতিমতো জোরে ব্রেক কষেন তিনিও। তাঁর গাড়ির সকলেই এখনো আতঙ্কে রয়েছে।

কুণাল বলেন, সামনের গাড়ির লোকটি নেমেই তাঁর দিকে তেড়ে আসেন। অভদ্র ব‍্যবহার তো করেনই, উপরন্তু মহিলা ও শিশুদের সামনেই অকথ‍্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কিন্তু ফোন বের করে ভিডিও রেকর্ড করার আগেই ওই ব‍্যক্তি গাড়িতে উঠে পালিয়ে যান। মুম্বই পুলিসকে বিষয়টা খতিয়ে দেখার আবেদন করেছেন কুণাল।

প্রসঙ্গত, সম্প্রতি মুম্বইয়ের বাড়িতে সপরিবারে শিবরাত্রির পুজো করেন সোহা ও কুণাল। এদিনের কিছু ছবি ও ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা জুটি। শঙ্খ বাজিয়েছেন কুণাল। তাঁদের ছোট্ট মেয়ে ইনায়া নাওমি খেমুও যোগ দিয়েছিল পুজোতে। শিবলিঙ্গে জল ঢেলেছে ছোট্ট ইনায়া। এমনকি দুপুরের খাবার বাড়ার সময়ে বাবাকে সাহায‍্য করতেও দেখা গিয়েছে তাকে।

এদিনের পুজো স্পেশ‍্যাল মেনুর ছবিও শেয়ার করেন সোহা। নিরামিষ মেনুতে এদিন ছিল ভাত, রাজমা, পালক পনীরের মতো পদ। ছবি, ভিডিও শেয়ার করে সকলকে মহা শিবরাত্রি ও হেরথের শুভেচ্ছা জানান সোহা কুণাল।

X