বাংলাহান্ট ডেস্ক: ৫০ বছরে পা দিলেন সলমন খানের (salman khan) ছোট ভাই সোহেল খান (sohail khan)। বলিউডে অভিনেতা হিসাবে তেমন প্রতিষ্ঠা না পেলেও পরিচালনার কাজে বেশ।হাত পাকিয়েছেন সোহেল। সলমনের সঙ্গে টিউবলাইট ও দাবাং থ্রি ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। সোহেলের ফিল্মি কেরিয়ার নিয়ে তেমন চর্চা না হলেও তাঁর প্রেম ও বিয়ে কিন্তু কোনো ছবির থেকে কম কিছু নয়।
সীমা সচদেবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল। দিল্লির বাসিন্দা সীমা ফ্যাশন ডিজাইনিং পড়তে মুম্বই আসেন। এখানেই সোহেলের সঙ্গে তাঁর প্রথম দেখা। জানা যায়, প্রথম বার দেখাতেই সীমাকে মন দিয়ে বসেছিলেন সোহেল। দুজনে ডেটিংও শুরু করে দেন। কিন্তু বিয়েতে বাদ সাধে সীমার পরিবার।
কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না সোহেল। ১৯৯৮ সালে মুক্তি পায় তাঁর ছবি ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’। ছবির মুক্তির দিনই সীমাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে পালান সোহেল। আর্য সমাজ মন্দিরে গিয়ে বিয়ে করে নেন দুজনে। তখন দুই পরিবারই দুজনের বিয়েতে রাজি হয়। এখন দুই ছেলে নির্বাণ ও য়োহানকে নিয়ে সুখের সংসার সোহেল ও সীমার।
বিয়ের পর সীমার সঙ্গে বিনোদন ব্যবসা শুরু করেন সোহেল। ফ্যাশন ডিজাইনার সীমা খুব শীঘ্রই বলিউডে নিজের জায়গা কায়েম করে নেন। জনপ্রিয় সিরিয়াল জসসি জ্যায়সি কোয়ি নেহির গোটা কাস্টের পোশাকও সীমাই ডিজাইন করেছিলেন। বান্দ্রা ১৯০ নামে একটি বুটিক রয়েছে সীমার। এছাড়াও বিউটি স্পা ও সালোঁও রয়েছে তাঁর।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে পরিচালক হিসাবে বলিউডে কাজ শুরু করেন সোহেল খান। তাঁর পরিচালক হিসাবে প্রথম ছবি ‘অজার’। এই ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান, সঞ্জয় কাপুর ও শিল্পা শেট্টি। তারপর ১৯৯৮ সালে পেয়ার কিয়া তো ডরনা কেয়া ছবিটিও তিনিই পরিচালনা করেন। ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান।