বাংলাহান্ট ডেস্ক: বড়সড় আইনি ঝামেলায় ফাঁসলেন অভিনেতা তথা তৃণমূল (Tmc) বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তাঁর নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছে। সোহমের ম্যানেজারের বিরুদ্ধেই এমন গুরুতর অভিযোগ উঠেছে। তাও আবার অভিযোগ দায়ের করেছেন সোহম নিজেই।
অভিনেতার ম্যানেজার সজল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বহু মানুষের থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। অভিনেতা বিধায়কের নাম করেই এই কাজ করতেন তিনি। সেই সঙ্গে চাকরি দেওয়ার নাম করেও তিনি মোটা টাকা আদায় করতেন বলে অভিযোগ উঠছে।
সংবাদ মাধ্যমকে সোহম বলেন, বেশ কিছুদিন ধরেই সজল মুখোপাধ্যায় তাঁর নাম করে প্রতারণা চালাচ্ছিলেন। অনেককেই বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন তিনি। সবকিছু শুনেও এতদিন প্রমাণের অপেক্ষায় ছিলেন সোহম। কিন্তু শেষমেষ প্রতারিত মানুষগুলোর পরিস্থিতির কথা ভেবে আর চুপ করে থাকতে পারেননি তিনি।
ম্যানেজারের কীর্তি ফাঁস করে দিতেই প্রতারিত মানুষরা দেখা করেন সোহমের সঙ্গে। তারা জানান যে, সোহম এমনটা করতে পারেন না সেটা তারা বিশ্বাস করেন। অন্যদিকে সজল মুখোপাধ্যায়ের দায়িত্ব কেড়ে নেওয়া হতেই তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে সোহমের নামে কুৎসা রটাতে শুরু করেন তিনি। এরপরেই নিজের ম্যানেজারের হয়ে সাধারন মানুষের কাছে ক্ষমা চান সোহম। আপাতত পুলিসের হাতে গ্রেফতার হয়েছেন সজল মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, মাস খানেক আগেই সোহমের সপরিবারে করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। নিজের বিধানসভা এলাকা চণ্ডীপুরে গিয়েছিলেন সোহম। সেখানকার রামকৃষ্ণ মঠ পরিদর্শন করে মহারাজদের সঙ্গে কথা বলেন তিনি। কীভাবে রামকৃষ্ণ মঠের আরো উন্নতি করা যায় সে ব্যাপারে আলোচনা করেন মহারাজদের সঙ্গে।
সেখান থেকে ফেরার পরেই করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট পান সোহম। তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাদেরও করোনা পরীক্ষা করার আবেদন জানিয়েছিলেন অভিনেতা বিধায়ক। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ।