অভিষেককে ‘খিস্তি’ দিতেই চড়-লাথি-ঘুষি! রেস্তোরাঁয় তুলকালাম কাণ্ড বাঁধালেন MLA সোহম

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই জল অনেকদূর গড়িয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাংলার বুকে ‘চড় কাণ্ড’! এক রেস্তোরাঁর মালিককে ঠাটিয়ে থাপ্পড় মারলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। অভিযোগ সেই ব্যক্তি তাঁকে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) গালিগালাজ করেছেন।

এদিন সাপুরজির একটি রেস্তোরাঁয় শ্যুটিং করছিলেন সোহম। ‘ফেলু বক্সী’র দ্বিতীয় শিডিউলের শ্যুটিং করছিলেন তিনি। তখনই বাঁধে বিপত্তি! জানা যাচ্ছে, রেস্তোরাঁর সামনেই TMC বিধায়কের গাড়ি রাখা ছিল। মালিক সেটি সরানোর কথা বললে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বেঁধে যায়। এরপরেই নাকি অভিনেতা-বিধায়ককে উদ্দেশ্য করে কুকথা বলেন আলম নামের সেই ব্যক্তি। এদিকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বেরিয়ে আসেন সোহম।

TMC বিধায়কের অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে খিস্তি করেছেন। শুধু তাই নয়, তাঁর নেতা তথা TMC-র সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গালিগালাজ করেছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ আধিকারিকদের ছুটে আসতে হয়।

আরও পড়ুনঃ দেশের আইনমন্ত্রী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! প্রাক্তন বিচারপতকে নিয়ে বড় খবর

অভিনেতা বলেন, ‘দিনের শেষে আমিও একজন মানুষ। সেটাই প্রতিফলিত হয়েছে। আমি যতটুকু দেখেছি, ওরা আমার স্টাফদের সঙ্গে ধাক্কাধাক্কি, মারামারি করেছে। অন ডিউটি পুলিশ অফিসারদের গায়ে হাত তুলেছে। এমন অবস্থা … আমি নীচে এসে জানতে চাই কী হয়েছে? মালিককে বলি … সে তো বলে কে বিধায়ক আমার জানার প্রয়োজন নেই। আমার গালাগাল দিয়েছে, সর্বোপরি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খিস্তি করেছে!’

রেস্তোরাঁর মালিকের অভিযোগ, সোহম তাঁর গায়ে হাত তুলেছেন। TMC বিধায়ক তাঁকে লাথি অবধি মেরেছেন বলে দাবি করেছেন তিনি। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে সোহম স্বীকার করে নেন, তিনি থাপ্পড় মেরেছেন। অভিনেতা বলেন, ‘হ্যাঁ, আমি মেরেছি। দু-চারটে থাপ্পড় মেরেছি। তবে এই রকম কিছু হয়নি। স্থানীয় থানায় জানিয়েছি’।

Soham Chakraborty slapped New Town restaurant owner

ইতিমধ্যেই ওই রেস্তোরাঁর মালিক এবং একজন কর্মচারীকে আটক করেছে পুলিশ। মালিক অভিযোগ করেন, ‘আমি সোহমের বিরুদ্ধে ফুটেজ দেখাতে পারি। উল্টে আমায় থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। সোহম আমায়, আমার ছেলেদের মেরেছে। আমায় হুমকি দিয়েছে। বিনা কোনও টাকা নিয়ে শ্যুটিং করতে দিয়েছিলাম’। তিনি জানান, পার্কিং জুড়ে TMC বিধায়কের গাড়ি দাঁড় করানো থাকায় তাঁর ব্যবসায় সমস্যা হচ্ছিল। সেই কারণেই গাড়ি সরাতে বলা হয় বলে দাবি করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর