মাঝপথেই বন্ধ প্রচার, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সোহম চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্ক: ভোটের নির্ঘন্ট প্রকাশের আগে থেকেই তৃণমূলের (tmc) হয়ে জোর কদমে প্রচার করতে দেখা গিয়েছিল সোহম চক্রবর্তীকে (soham chakraborty)। মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রামে গিয়েও ভোট প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে। প্রত‍্যাশা মতোই প্রার্থী তালিকায় নামও ওঠে সোহমের। চণ্ডীগড় থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন অভিনেতা।

প্রার্থী হিসাবে নাম প্রকাশ হওয়ার পর থেকেই দ্বিগুণ উৎসাহে প্রচার শুরু করেন সোহম। স্থানীয় মানুষজনদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে দেখা যায় তাঁকে। এক মুহূর্তও সময় নষ্ট করতে রাজি ছিলেন না সোহম। কিন্তু এক দিনেই সবকিছু উলোট পালট হয়ে গেল।

   

soham4
বৃহস্পতিবার থেকেই বেশ অসুস্থ ছিলেন সোহম। গায়ে ছিল হালকা জ্বর। কিন্তু তা নিয়েই প্রচার চালিয়ে যাচ্ছিলেন সোহম। শুক্রবার সকালে অবস্থা আরো খারাপ হয়। তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। তীব্র জ্বর নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সোহম।

একাধিক টেস্ট করানোর পর শনিবার রিপোর্টে জানা যায় সোয়াইন ফ্লু তে আক্রান্ত হয়েছেন সোহম। আপাতত প্রাথমিক চিকিৎসা চলছে তাঁর। দ্রুত সুস্থ হয়ে প্রচারে আসার ইচ্ছা থাকলেও তা এত তাড়াতাড়ি হতে দিচ্ছেন না চিকিৎসকরা। এখনো বেশ কিছুদিন হাসপাতালেই তাঁকে থাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

নন্দীগ্রামে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় আহত হওয়ার পরে সেদিন রাতেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সব ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সুপরিকল্পিত হামলার প্রতিবাদে চন্ডীপুর বিধানসভার অন্তর্গত কোটনাউরী মোড় থেকে ভগবানপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল। মমতা বন্দোপাধ্যায়ের ওপর এই আক্রমনের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর