বাংলাহান্ট ডেস্কঃ দুর্যোগ মাথায় নিয়েই হাঁটু জলে দাঁড়িয়ে চণ্ডীপুর এলাকা ঘুরে দেখেলন সোহম চক্রবর্তী (soham chakraborty)। একে ঘূর্ণিঝড় ইয়াসের (cyclone yaas) দাপট, আর অন্যদিকে ভরা কোটাল- যার ফলে গঙ্গায় অনেকটাই বেড়েছে জলস্ফীতি। এরই মাঝে চণ্ডীপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। ঝড়ের আগমনের পূর্বেই তাঁর টিম সরিয়ে নেয় বিপদ সংকুল এলাকার বাসিন্দাদের। আশ্রয় দেয় রিফিল সেন্টারে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় সোহম ও তাঁর টিম এলাকায় ঘুরে ঘুরে এলাকার অনেক মানুষকে উদ্ধার করে রিলিফ সেন্টারে নিয়ে আসে। খোলেন দুটি কন্ট্রোল রুমও। মঙ্গলবার সেখান এগিয়ে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন অভিনেতা তথা বিধায়ক সোহম নিজেই। সেখানে তাঁদের কোন অসুবিধা হচ্ছে কিনা তাও দেখেন।
আজ ঝড়ের তান্ডব চলাকালীনই সকাল থেকেই চণ্ডীপুরে প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসন এবং আমার সহকর্মীরা সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে আমরা খুব তাড়াতাড়ি এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারি pic.twitter.com/6drYjiMyt6
— Soham Chakraborty (@myslf_soham) May 26, 2021
বুধবার ইয়াসের প্রভাবে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেতেই বিভিন্ন এলাকা জলপ্লাবন হয়ে পরে। সেই পরিস্থিতিতে বুধবার সকাল থেকেই এলাকাবাসীর সাহায্যে ময়দানে নেমে পড়েন সোহম। টিমের সঙ্গে ঘুরে দেখেন বিভিন্ন প্লাবিত এলাকা। ঝড়ের তান্ডব চলাকালীনই চণ্ডীপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকায় ঘুরে প্রশানের সঙ্গে সোহমের টিম সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিপর্যস্ত মানুষদের দিকে। দ্রুতই যাতে সবকিছু স্বাভাবিক করা যায়, সেদিকটাও খতিয়ে দেখেন সোহম।