বাংলাহান্ট ডেস্ক: পিএম কেয়ারস ফান্ডের (PM Cares fund) হিসাব কোথায়? মুখ্যমত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) ‘মিথ্যাবাদী’ বলায় বিজেপির (bjp) দিলীপ ঘোষকে পালটা তোপ দেগেছেন তৃণমূল (tmc) যুব নেতা সোহম চক্রবর্তী (soham chakraborty)। ‘PM Cares scam’ বলে উল্লেখ করে এবার তার হিসাব চাইলেন সোহম।
এদিন রাজ্য বিজেপির তরফে দিলীপ ঘোষের একটি ভিডিও টুইট করা হয়। দিলীপ ঘোষ অভিযোগ করেন, করোনা যোদ্ধাদের ১ লক্ষ টাকা সাম্মানিক দেওয়ার যে প্রতিশ্রুতি মমতা সরকার দিয়েছিল তা কার্যক্ষেত্রে পালন করা হয়নি। তৃণমূল সুপ্রিমো সবসময়ই মানুষকে মিথ্যা কথা বলে আশ্বাস দেন।
এরপরেই বিজেপির উদ্দেশে পালটা প্রশ্ন ছুঁড়ে দেন তৃণমূলের যুব নেতা সোহম চক্রবর্তী। বিজেপির ভিডিওটি রিটুইট করে তাঁর প্রশ্ন, ‘আচ্ছা, আর আপনারা যে সাধারন মানুষের কোটি কোটি টাকা PM Cares scam এর নামে সংগ্রহ করেছিলেন, সেটার হিসাব কোথায় পাওয়া যাবে?’
মমতা ব্যানার্জী ঘোষণা করেছিলেন কোভিড পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের ১ লক্ষ টাকা করে সাম্মানিক দেবেন।
কিন্তু আজ অবধি একজনও সেই টাকা পাননি : শ্রী @DilipGhoshBJP pic.twitter.com/xYd7KMjpIs
— BJP Bengal (@BJP4Bengal) December 3, 2020
https://twitter.com/myslf_soham/status/1334875514268336128?s=19
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও পিএম কেয়ারসের হিসাব নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপিকে। তাঁর কথায়, আমফানের ২৫ হাজার টাকাটা চোখে পড়ছে। অন্যদিকে লক্ষ লক্ষ টাকা পিএম কেয়ারস ফান্ডের নামে চলে যাচ্ছে। কটা অডিট হয়েছে? হবে না কেন অডিট? আইন দু রকম কেন? আমি কোর্ট না, জনসাধারণ হিসাবে বলছি।