বাংলাহান্ট ডেস্ক: এসএসসি দুর্নীতি কাণ্ডে মুখ পোড়ার জোগাড় রাজ্য সরকারের। রাজনৈতিক জগতে তুলকালামের মধ্যেই বঙ্গ সম্মানের (Banga Bhushan Award) আয়োজন করা হয়েছিল সরকারের তরফে। একঝাঁক তারকারা পেয়েছেন বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, মহানায়ক পুরস্কার। কিন্তু অদ্ভূত ভাবে বাদ গিয়েছেন জনপ্রিয় কয়েকজন তারকা।
নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল সম্মান প্রদান অনুষ্ঠনের। বঙ্গভূষণ সম্মান প্রাপকদের তালিকা উল্লেখযোগ্য নাম দেব (Dev) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বাংলা চলচ্চিত্রে অনবদ্য অবদানের জন্য এই বিশেষ সম্মান পেয়েছেন সুপারস্টার দেব। আগের বারে ঋতুপর্ণা পেয়েছিলেন ‘মহানায়ক’ সম্মান। এবারে তাঁকে বঙ্গভূষণ সম্মান দেওয়া হয়েছে।
এবারের বড় চমক মহানায়ক সম্মানের জন্য নুসরত জাহানের (Nusrat Jahan) নাম। বাংলা সিনেমাকে সার্বিকভাবে সমৃদ্ধ করার জন্য এই সম্মান পেয়েছেন নুসরত। এছাড়াও মহানায়ক সম্মান পেয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। কিন্তু অদ্ভূত ভাবে বাদ গিয়েছে জিতের (Jeet) নাম।
টলিউডের জনপ্রিয়তম অভিনেতাদের মধ্যে একজন জিৎ। দীর্ঘদিন ধরে টলিউডের সঙ্গে যুক্ত তিনি। সোহম, দেব মায় নুসরত পর্যন্ত পুরস্কার পেলেন। তাহলে জিৎ বাদ কেন? প্রশ্ন উঠেছে নেটমাধ্যমে। এমনো অভিযোগ উঠেছে, তৃণমূলের সঙ্গে যুক্ত তারকাদেরই সম্মানিত করা হয়েছে। কিন্তু জিৎ কোনোদিনই রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখেননি। তাই তিনিও পুরস্কার থেকে বাদ।
নুসরত, সোহমকে মহানায়ক সম্মান দেওয়া নিয়েও ট্রোল শুরু হয়েছে নেটমাধ্যমে। কেউ কটাক্ষ করেছেন, হরলিক্স চেটে চেটেই মহানায়ক হয়ে গেলেন সোহম। আবার কারোর দাবি, নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার করে সেরা অভিনয়ের প্রমাণ দিয়েছেন নুসরত!
মুখ্যমন্ত্রী এদিন বলেন সোহম একজন ‘জাত অভিনেতা’। কারণ তিনি অনেক ছোট বয়স থেকে অভিনয় করছেন। সত্যজিৎ রায়ের মতো পরিচালকের ছবিতেও অভিনয় করেছেন তিনি। অন্যদিকে ২০১১ সালে জিতের বিপরীতে প্রথম ছবিতে অভিনয় করেন নুসরত। অথচ তাঁর নয় বছর আগে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন জিৎ। টলিউডের অন্যতম অভিজ্ঞ অভিনেতা তিনি। তিনি সম্মান থেকে বঞ্চিত হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ জিৎ ভক্তরা।