ডিঙ্কা-পুটুপিসির অষ্টম বিবাহ বার্ষিকী, ‘ক‍্যাপ্টেন’ সোহিনীকে শুভেচ্ছা জানালেন সপ্তর্ষি

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: ‘খড়কুটো’র পুটু পিসি এবং ‘শ্রীময়ী’র ডিঙ্কা অর্থাৎ সোহিনী সেনগুপ্ত (sohini sengupta) ও সপ্তর্ষি মৌলিক (saptarshi moulik)। রিল লাইফে দুজনে না এক সিরিয়ালে কাজ করেন আর নাই জুটি হিসেবে অভিনয় করতে পারছেন। তবে সপ্তর্ষি সোহিনীর রিয়েল লাইফের রসায়ন যে অনেকের কাছেই ঈর্ষনীয় তা বলার অপেক্ষা রাখে না। প্রেম বয়স মানে না, এ কথা সত‍্যি প্রমাণ করেছেন তাঁরা।

আট বছর আগে অভিনয় জীবনের গুরু সোহিনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সপ্তর্ষি। আজ তাঁদের বিবাহ বার্ষিকী। আট বছর সুখে দুঃখে হাত ধরাধরি করে কাটিয়ে দিয়েছেন দুজনে। এই বিশেষ দিনের উদযাপন তো করতেই হয়। তাই এদিন কাজ থেকে একটু তাড়াতাড়িই ছুটি নিয়েছেন সোহিনী সপ্তর্ষি।


সংবাদ মাধ‍্যমকে ডিঙ্কা জানান, নিজেদের মতো করে দিনটা উদযাপন করবেন তাঁরা। দুপুরে হয়তো বাইরে কোথাও খাবেন। বিকেলে স‍্যার অর্থাৎ সোহিনীর বাবা রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে দেখা করতে যাবেন। টুকটাক কেনাকাটি করবেন। স্ত্রীকে একটি পারফিউম কিনে দেওয়ারও ইচ্ছা রয়েছে বলে জানান সপ্তর্ষি।

ইতিমধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় একটি যুগল ছবি শেয়ার করে অভিনেতা তাঁর ‘ক‍্যাপ্টেন’কে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। আগেই বলেছি সোহিনীকে নিজের অভিনয় জীবনের গুরু মানেন সপ্তর্ষি। তাঁর থেকে অনেক কিছুই শিখেছেন তিনি। ব‍্যক্তিগত জীবনেও একে অপরকে ঠিক করার দায়িত্ব নিয়েছেন দুজনেই। তবে মাঝে মাঝে সোহিনীকে ক‍্যাপ্টেন বলে ডাকতে বেশ ভালই লাগে বলে জানিয়েছেন সপ্তর্ষি।

https://www.instagram.com/p/CSDrhXAJ5gq/?utm_medium=copy_link

গত আট বছর ধরে সুখী দাম্পত‍্য জীবন কাটাচ্ছেন সপ্তর্ষি ও সোহিনী। বাংলা সিনেমা জগতে সোহিনীর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। থিয়েটারের মঞ্চেও তিনি একইরকম ব‍্যক্তিত্বময়ী। এই থিয়েটারের মঞ্চেই সোহিনীর সঙ্গে প্রথম আলাপ সপ্তর্ষির। আর সোহিনীর অভিনয় একবার দেখেই তাঁর প্রেমে পড়ে যান তিনি।

দুজনের বয়সের ফারাক প্রায় ১৫ বছর। কিন্তু বয়সটাকে নিজেদের প্রেম বা দাম্পত‍্য সম্পর্কের মাঝে বাধা হতে দেননি কেউই। যদিও সপ্তর্ষি বয়সে ছোট হওয়ায় অনেক টিপ্পনি টিটকিরি ভেসে এসেছে বহুবার। কিন্তু পাত্তা দেননি দুজনে। এই মুহূর্তে ‘শ্রীময়ী’ সিরিয়ালে ডিঙ্কা চরিত্রে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সপ্তর্ষি। অপরদিকে ‘খড়কুটো’ সিরিয়ালে অভিনয় করছেন সোহিনী।

সম্পর্কিত খবর

X