বাংলাহান্ট ডেস্ক: আগামী নির্বাচনের রাজনৈতিক হাওয়া এসে লেগেছে টলিউডেও (tollywood)। একে একে বহু সেলেব নাম লিখিয়েছে রাজনীতিতে। তৃণমূল (tmc) বিজেপি (bjp) দুই দলেই পাল্লা দিয়ে চলছে যোগদান পর্ব। এমতাবস্থায় গুঞ্জন ওঠে বিজেপিতে নাম লেখাতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকারও (sohini sarkar)। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তিনি।
নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন সোহিনী। সেখানে তিনি জানান, সরস্বতী পুজোর দিন তিনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই ঘুমিয়ে পড়েন। পরদিন উঠে দেখেন তাঁর বিজেপিতে যোগদানের গুঞ্জনে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। সোহিনী সাফ জানান, এই খবর ভুয়ো। কে কি উদ্দেশ্যে এসব রটাচ্ছে তা তিনি জানেন না। এই ভুয়ো খবরে কান না দেওয়ার আবেদনও করেন তিনি।
সোহিনী বলেন, তিনি অভিনয়টাই পারেন আর সেটাই করতে চান। রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা তাঁর কোনোদিনই ছিল না, নেইও। তবে অভিনয়টা কতদিন চালাতে পারবেন সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেন সোহিনী। তাঁর কথায়, রাজনৈতিক নেতারা যেভাবে অভিনয় করছেন তাঁদের স্ক্রিপ্ট অনেক বেশি আকর্ষণীয়।
কারোর নাম না করেই সোহিনী বলেন, মানুষের জন্য কাজ করতে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে হবে তা তিনি মনে করেন না। কেউ এমন বললে তার অর্থ তিনি নিজেকে জাস্টিফাই করছেন। তবে তিনি নিজে একজন রাজনৈতিক ভাবে সচেতন মানুষ। যে দল দেশের রাজ্যের ভাল করবে বলে তিনি মনে করেন তাদেরই ভোট দেন।
প্রসঙ্গত, সম্প্রতি বেশ কিছু নতুন রাজনৈতিক যোগদান ও দল বদলের সাক্ষী হয়েছে টলিউড। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ। যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, সৌমিলী বিশ্বাস, কৌশিক রায় রা। তেমনি তৃণমূলে যোগ দিয়েছেন কৌশানী মুখার্জি, দীপঙ্কর দে, ভরত কলের মতো অভিনেতা অভিনেত্রীরা।