বাংলাহান্ট ডেস্ক : কালীপুজোর উদ্বোধনে এসেই প্রবল সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। আরজিকর কাণ্ডের অভিঘাতে তীব্র প্রতিবাদে সামিল হয়েছিল শহর কলকাতা। সে সময় জুনিয়র ডাক্তারদের সঙ্গে সুর চড়িয়েছিলেন যে তারকারা তাঁদের মধ্যে প্রথম সারিতেই দেখা গিয়েছিল সোহিনীকে (Sohini Sarkar)। রাত দখল থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের সামনের ধর্না, ধর্মতলার অনশন মঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে। দুর্গাপুজোর আগে তিনি সুর চড়িয়েছিলেন, অশৌচ চলছে, তাই উৎসবে ফিরবেন না। এদিকে কালীপুজোর উদ্বোধনে অভিনেত্রীকে দেখেই শুরু হয়েছে ট্রোলিং।
কালীপুজোর উদ্বোধনে সোহিনী (Sohini Sarkar)
এদিন সুন্দর করে শাড়ি গয়নায় সেজে সল্টলেকের এক কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন সোহিনী (Sohini Sarkar)। হাসি মুখে ফিতে কেটে পুজো উদ্বোধন করেন তিনি। অঞ্জলি দেওয়া, ঢাকের তালে নাচ করতেও দেখা যায় তাঁকে। ভিডিও ভাইরাল হতেই সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনদের একাংশ।
আরো পড়ুন: সেলফি তুলতে আসা তরুণীকে ধাক্কা বডিগার্ডের, পালটা দেব যা করলেন… প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের
সমালোচনায় সরব নেটিজেনরা
একজন লিখেছেন, ‘ইনি তো অশৌচে আছেন না? বিচার ছাড়া উৎসবে ফিরবেন না? ধন্য!’ আরেকজন কটাক্ষ শানিয়েছেন, ‘অশৌচ কেটে গিয়েছে!’ একজন লিখেছেন, ‘উনি তো বলেছিলেন উৎসবে ফিরবেন না, কত টাকা দিয়ে আনলেন এই ভণ্ডকে?’ কয়েকজন আবার ‘ব্যক্তিত্বহীন’ বলেও কটাক্ষ করেছেন সোহিনীকে (Sohini Sarkar)।
আরো পড়ুন : দু হাতে রোজগার, তিনিই বাড়ির লক্ষ্মী, ধনকুবেরকে সংসারে ধরে রাখতে এই বিশেষ রীতি পালন করেন সুদীপা
উৎসবে না ফেরার কথা বলেছিলেন সোহিনী
আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন সোহিনী (Sohini Sarkar)। লাগাতার আন্দোলনে রাস্তায় নামতে দেখা গিয়েছিল তাঁকে। প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উৎসবে ফিরুন’ মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেছিলেন, বোনের মৃত্যুতে ‘অশৌচ’ চলছে। তাই উৎসবে ফিরবেন না।
সেই মতো দুর্গাপুজোতেও দেখা মেলেনি সোহিনীর। কিন্তু দুর্গাপুজো মিটে কালীপুজো আসতেই ফের উদ্বোধনে হাজির অভিনেত্রী! কাণ্ড দেখে বক্রোক্তি করেছেন অনেকেই। কিছুদিন আগে তৃণমূল নেতা কুণাল ঘোষকেও কটাক্ষ শানাতে দেখা গিয়েছিল সোহিনীকে। তবে এই সমালোচনার কোনো জবাব এখনো দেননি অভিনেত্রী।