একা থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন, সপ্তর্ষি ছাড়া কাউকেই বিয়ে করতেন না, জানালেন সোহিনী

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিজগতের জনপ্রিয়তম জুটিদের মধ‍্যে একজন সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) এবং সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)। নিজের থেকে বয়সে অনেকটাই বড় সোহিনীর সঙ্গে সম্পর্কে জড়ান সপ্তর্ষি। শুধু তাই নয়। বিয়ে করে সুখে সংসারও করছেন দুজনে। তাও আবার মাত্র তিন মাসের আলাপে। ট্রোল, কটাক্ষ  গত নয় বছর ধরে দিব‍্যি সংসার করছেন দুজনে।

সম্পর্কে জড়ানো নিয়ে সমস‍্যা ছিল সোহিনীর। উপরন্তু বিয়ের মতো সারা জীবনের জন‍্য একটা পাকাপাকি সম্পর্কের কথা ভাবলেও জ্বর আসত তাঁর। তবে সপ্তর্ষী নাকি ব‍্যতিক্রম। তাই মাত্র তিন মাসের আলাপে বিয়ের ওই ভয়টা মনে চেপে বসেনি সোহিনীর, জানালেন অভিনেত্রী তথা নাট‍্য পরিচালক।

sohini
সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে সোহিনী রাখঢাক না করেই বলেন, বন্ধুদের যখন তখন মুখের উপরে বলে দেওয়া যায়। তোকে দেখতে ইচ্ছা করছে না। সরে যা সামনে থেকে। কিন্তু স্বামী বা স্ত্রীকে তো আর সেটা বলা যায় না। সর্বক্ষণ তাকে চোখের সামনে দেখতে হবে। একসঙ্গে থাকতেও হবে।

এখানেই আপত্তি ছিল সোহিনীর। একঘেয়েমি এসে যাওয়ার ভয় ছিল। কিন্তু সপ্তর্ষি তাঁর সে ভয় দূর করে দেন। সোহিনী জানান, সপ্তর্ষি কার্যত রোজ রোজ রূপ বদলান। একঘেয়েমি আসার প্রশ্নই নেই। সর্বোপরি, সোহিনীকে সবরকম স্বাধীনতা দেন তিনি। ইচ্ছামতো রান্নাবান্না, অন‍্যান‍্য কাজ করতে দেন।

স্বামীর প্রশংসা করে অভিনেত্রী বলেন, সপ্তর্ষি খুব সহজ সরল ভাল মানুষ। তাঁর সঙ্গে থাকাও সহজ। এছাড়াও সপ্তর্ষির আরেকটা গুণ হল, তিনি তেতো হলেও সত‍্যি কথাটা মুখের উপরে বলেন, যা ভাল গুণ বলেই মনে করেন সোহিনী। সপ্তর্ষি আর সোহিনী যেন ‘মেড ফর ইচ আদার’। নয় বছরের দাম্পত‍্য জীবন। অথচ এখনো তাঁদের কথা ফুরোয়নি। নাটকের পরিচালনা থেকে পশুপ্রেম সব কিছুতেই একসঙ্গেই তাঁরা সিদ্ধান্ত নেন। সোহিনীর স্পষ্ট কথা, তিনি একা থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন। সপ্তর্ষিকে ছাড়া অন‍্য কাউকে বিয়ে করতেন না।

রিল লাইফে দুজনে না এক সিরিয়ালে কাজ করেন আর নাই জুটি হিসেবে অভিনয় করতে পারেন। তবে সপ্তর্ষি সোহিনীর রিয়েল লাইফের রসায়ন যে অনেকের কাছেই ঈর্ষনীয় তা বলার অপেক্ষা রাখে না। প্রেম বয়স মানে না, এ কথা সত‍্যি প্রমাণ করেছেন তাঁরা। দুজনের বয়সের ফারাকের জন‍্য সমালোচনা সয়েছেন অনেক। কিন্তু ওই যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালবাসা থাকলে হাজার নেতিবাচকতাতেও কোনো ক্ষতি হয় না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর