বাংলাহান্ট ডেস্ক: স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্ক এখনো টলোমলো হলেও তার আঁচ ছেলে সহজের (sohoj) উপর কখনো পড়তে দেননি রাহুল বন্দ্যোপাধ্যায় (rahul banerjee)। বরং নিজেদের মধ্যেকার বিবাদ দূরে সরিয়ে রেখে ছেলেকে দুজনেই সমান ভাবে সময় দিয়েছেন। তাই আগামীকাল ফাদার্স ডের (father’s day) আগে বাবার সঙ্গে সময় কাটাতে এসেছে ছোট্ট সহজ।
আগামীকাল রবিবার, ফাদার্স ডে। বাবাদের জন্য বিশেষ এক দিন। তার আগে বাবার সঙ্গে সময় কাটাচ্ছে সহজ। বাবা ছেলের এই মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাহুল। দাবা খেলায় মগ্ন থাকতে দেখা গিয়েছে দুজনকে। ছবিটি শেয়ার করে রাহুল লিখেছেন, ‘ধন্যবাদ পার্টনার, সবকিছুর জন্য।’
ফাদার্স ডের জন্য বাবাকে এক মিষ্টি উপহারও দিয়েছে সহজ। একটি কার্ডে আঁকা, একটি ঘোড়াকে সঙ্গে নিয়ে হেঁটে চলেছে এক লোক। তাদের পেছনে যাচ্ছে একটি শিয়াল। কার্ডে সহজের কাঁচা হাতে লেখা, ‘টু বাবা ফ্রম সহজ’। সঙ্গে একটি হাসি মুখের ছবি।
https://www.instagram.com/p/CQQfaf6hGrx/?utm_medium=copy_link
এই মিষ্টি ছবিগুলি দেখে আপ্লুত নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মন ভাল করে দেওয়া একটি ছবি। বাবার জীবন সহজ করার জন্য সহজ একাই যথেষ্ট। ভাল থেকো।’ আবার আরেকজন লিখেছেন, “খুব ‘সহজ’ এত্ত ভেবো না। বাবা ঘাবড়ে আছে, ছেলে আশ্বস্ত করছে।”বাবা ছেলের ছবি দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের।
https://www.instagram.com/p/CQRWr7ChPLM/?utm_medium=copy_link
সম্প্রতি নিজের প্রথম ছবি চিরদিনই তুমি যে আমার এর স্মৃতি উসকে একটি ছবি শেয়ার করেছেন রাহুল, যেখানে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। ক্যাপশনে লিখেছেন, ‘জুটিতে দুটিতে’। জল্পনা উসকে তাঁর দিন কয়েক পরেই সেই ছবিরই একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।
সঙ্গে ছবির জনপ্রিয় গানের কিছু লাইন একটু পরিবর্তন করে, ‘ঝিরিঝিরি স্বপ্ন ঝড়ে, ‘একলা’ চোখের সীমানায়’। প্রিয়াঙ্কার এই পোস্ট দেখে আবারো আশায় বুক বাঁধছে অনুরাগীরা। তবে কি আবারো জোড়া লাগবে ভেঙে যাওয়া সম্পর্ক? এ কি তারই ইঙ্গিত?
বিশেষত ‘একলা’ শব্দের উপর জোর দিয়ে প্রিয়াঙ্কা কি আবার জুটি বাঁধারই ইঙ্গিত দিলেন রাহুলকে? অনুরাগীরা মনেপ্রাণে চাইছেন যেন আবারো সম্পর্কটা জোড়া লাগিয়ে নেন রাহুল প্রিয়াঙ্কা। আবার কি একসাথে হওয়া যায় না? অন্তত সহজের কথা ভেবে? এমনি প্রশ্ন তাদের।