এমন এক সিদ্ধান্ত নিলেন নীতিন গডকরি, প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন দেশবাসী!

বাংলাহান্ট ডেস্ক : পরিবহন মন্ত্রীত্ব (Minister of Road Transport and Highways of India)  পাওয়ার পর থেকেই নীতিন গডকরি (Nitin Gadkari) যেন কল্পতরু হয়ে উঠেছেন। একের পর এক দুরন্ত কর্মকাণ্ডে মন জিতে নিচ্ছেন দেশের মানুষের। এবার আরও একবার ছক ভাঙা কাজের জন্য উঠে এলেন সংবাদের শিরোনামে। কী করলেন তিনি? উদ্বোধনের আগেই সাধারণ মানুষের জন্য খুলে দিলেন হাইওয়ে (Gurgaon Sohna National Highway)। পরিবহন মন্ত্রীর এই জন দরদী মানসিকতা মন কেড়েছে দেশের নাগরিকদের।

nitin gadkari

পিছু হটলেন না নীতিন গডকরি

দেশে এতকাল ফিতে কেটে নারকেল ফাটিয়েই উদ্বোধন হতো রাস্তার। উদ্বোধনের দিন সভা করে, ম্যারাপ বেঁধে আরও বেশ কিছু ভোট আদায়ের ফিকিরে থাকে যে কোনও সরকার। কিন্তু এই ধারাবাহিকতার সম্পুর্ণ উল্টো পথে হাঁটলেন পরিবহনমন্ত্রী নীতিন গডকরি। কথা ছিল প্রথা মতো উদ্বোধন হবে সোহনা-গুরুগ্রাম হাইওয়ের। কিন্তু শেষ মুহূর্তে বানচাল হয় যাবতীয় পরিকল্পনা। কিন্তু পিছু হটলেন না গডকরি। কথা মতো উদ্বোধন না করেই মানুষের জন্য খুলে দিলেন ৬ লেন বিশিষ্ট ২২ কিলোমিটারের সোহনা-গুরুগ্রাম হাইওয়ে। নতুন এই রাস্তার মাধ্যমে গুরুগ্রামের দক্ষিণ প্রান্তে পৌঁছনোর জন্য সিগন্যাল মুক্ত রাস্তা পেয়ে গেল এলাকাবাসী।

প্রসঙ্গত, ১১ জুলাই কেন্দ্রী পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এই হাইওয়ের উদ্বোধন করবেন। কিন্তু শেষ মুহুর্তে বাতিল হয় অনুষ্ঠান। মানুষ ভেবেছিল হয়ত আরও অপেক্ষা করতে হবে এই হাইওয়ের জন্য। কিন্তু সবাইকে রীতিমতো চমকে দিয়ে উদ্বোধন না করেই জনসাধারণের জন্য রাস্তা খুলে দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী। জানা যাচ্ছে, নীতিন গডকরি এনএইচএআই-কে (NHAI) নির্দেশ দেন উদ্বোধনের জন্য অপেক্ষা না করে রাস্তা ব্যবহারের জন্য খুলে দিতে।

হাইওয়ে তৈরি করা হয়েছে মানুষের জন্য

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীতিন গডকরি জানান, ‘হাইওয়ে তৈরি করা হয়েছে মানুষের জন্য। আমরা চাই না আধিকারিক ভাবে উদ্বোধনের জন্য মানুষ এর সুবিধা নিতে পারবে না। তাই সাধারণ মানুষের কথা ভেবেই আমাদের এই পদক্ষেপ। তবে এই মাসের মধ্যেই হবে উদ্বোধন অনুষ্ঠান।’ সূত্র মারফত জানা যাচ্ছে, হরিয়ানার (Haryana) মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Haryana CM Manohar Lal Khattar) এখন বিদেশ সফরে। তাঁকে ছাড়া উদ্বোধন সম্ভব নয়। তাই পিছিয়ে দেওয়া হলো উদ্বোধনের অনুষ্ঠান।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর