দেখতেই লক্ষ্মী লক্ষ্মী, আসলে মোটেই শান্ত নন, ‘বেআইনি কাজ করেছি’, বিষ্ফোরক শোলাঙ্কি!

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে নতুন প্রোজেক্ট নিয়ে দর্শকদের দরবারে হাজির হচ্ছেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। মৈনাক ভৌমিকের ‘ভাগ্যলক্ষ্মী’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। শোলাঙ্কির বিপরীতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। ছোটপর্দা থেকে দীর্ঘদিন দূরে শোলাঙ্কি (Solanki Roy)। আপাতত সিনেমা এবং ওয়েব সিরিজেই ব্যস্ত রয়েছেন তিনি।

নিজের সম্পর্কে বিষ্ফোরক সত্যি ফাঁস শোলাঙ্কির (Solanki Roy)

সম্প্রতি এই ভাগ্যলক্ষ্মী ছবির প্রচারে মুখোমুখি হয়েছিলেন পরিচালক অভিনেত্রী। এক মজার খেলায় মেতেছিলেন তাঁরা। আর মজায় মজায় এক বিষ্ফোরক তথ্য ফাঁস করে বসেন শোলাঙ্কি (Solanki Roy)। নিজের সম্পর্কে দুটি সত্যি আর একটি মিথ্যে কথা বলেন তিনি। মৈনাককে বলতে হবে কোনটা সত্যি কোনটা মিথ্যে।

Solanki roy revealed she has done something illegal

কী সত্যি জানালেন অভিনেত্রী: শোলাঙ্কি (Solanki Roy) বলেন, তিনি খুব শান্ত, তিনি খুব ফুডি অর্থাৎ খেতে ভালোবাসেন আর তিনি একটি বেআইনি কাজ করেছেন। এর মধ্যে কোন দুটি সত্যি আর কোনটা মিথ্যে ধরতে হবে মৈনাককে। পরিচালক বলেন, শোলাঙ্কি (Solanki Roy) কোনো বেআইনি কাজ করতেই পারেন না, অসম্ভব। কারণ তিনি খুবই ভীতু। তাই এটা মিথ্যে, অন্য দুটি সত্যি।

 আরো পড়ুন : ভারতের খরচে এদেশেই বাংলাদেশি বিচারকদের ট্রেনিং! তারপরেই যা করল ইউনূস সরকার….

কী বেআইনি কাজ করেছেন তিনি: কিন্তু মৈনাককে চমকে দিয়ে শোলাঙ্কি (Solanki Roy) বলে ওঠেন, তিনি বেআইনি কাজ করেছেন ওটাই সত্যি। আর তিনি ফুডি, এটা সত্যি। তবে তিনি মোটেই শান্ত নন। এ নিয়ে মানুষের ভুল ধারণা আছে। তবে কী আইনবিরুদ্ধ কাজ শোলাঙ্কি (Solanki Roy) করেছেন তা অবশ্য ফাঁস করেননি অভিনেত্রী।

আরো পড়ুন : ভোর তিনটেয় এল ডাক, অম্বানিদের এক ফোনে দুবাইয়ের প্ল্যান ছেড়ে ছুটলেন ভরত জে মেহরা! কিন্তু কোথায়?

প্রসঙ্গত, গত বছরের শুরুতেই শোলাঙ্কি জানিয়েছিলেন তাঁর ডিভোর্স হয়ে গিয়েছে। ২০২৩ এই স্বামী শাক্যর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। দুজনে ছিলেন ছোটবেলার বন্ধু। তবে বিচ্ছেদ হলেও স্বামীকে নিয়ে প্রশংসাই করেছিলেন শোলাঙ্কি। বর্তমানে গুঞ্জন, অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি এখনো পর্যন্ত।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর