টেকেনি বিয়ে, বলিউড অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন! শোলাঙ্কি বললেন, ‘আমি এখনো…’

বাংলাহান্ট ডেস্ক : বাংলা বিনোদুনিয়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। টেলিভিশন হোক বা সিনেমা, তাঁর অভিনয় দক্ষতা বারবার মুগ্ধ করেছে দর্শকদের। সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সব মাধ্যমেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন তিনি। তবে ছোটপর্দায় অনেকদিন দেখা যায় না শোলাঙ্কিকে (Solanki Roy)। বর্তমানে তিনি সিনেমা এবং সিরিজের কাজ নিয়েই ব্যস্ত।

টলিউড নিয়ে মুখ খুললেন শোলাঙ্কি (Solanki Roy)

সম্প্রতি এক সাক্ষাৎকারে টলিউড নিয়ে মুখ খোলেন শোলাঙ্কি (Solanki Roy)। বর্তমানে পরিচালক প্রযোজকদের প্রায়ই অভিযোগ করতে শোনা যায়, বাংলা ছবি হল পাচ্ছে না। বরং অন্য ভাষার ছবি বেশি দাপট দেখাচ্ছে বাংলায়। এ বিষয়ে শোলাঙ্কি (Solanki Roy) বলেন, বাংলা ছবি যে একেবারেই চলছে না এটা সত্যি নয়। তবে আগের থেকে পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে অবশ্যই।

Solanki roy talked about her relationship status

বাংলা ছবি নিয়ে সরব অভিনেত্রী: শোলাঙ্কির (Solanki Roy) কথায়, শুধুমাত্র অভিনেতা বা পরিচালকদের চেষ্টায় বাংলা ছবির উন্নতি সম্ভব নয়। ডিস্ট্রিবিউটরদেরও ঝুঁকি নিতে হবে। তিনি আরো বলেন, ভারতে বেশিরভাগ রাজ্যেই বাংলা ভাষায় মানুষ কথা বলেন না। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম এই কয়েকটি রাজ্যেই বাংলা ভাষায় কথা বলে মানুষ। আর স্বাভাবিক ভাবেই মানুষ যে ভাষায় কথা বলে না সেই ভাষায় সিনেমাও দেখতে চায় না। ভাষা সমস্যা ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জেরেও কাজের অবনতি হয়েছে বলে মন্তব্য করেন শোলাঙ্কি (Solanki Roy)।

আরো পড়ুন : আগ্রহ হারিয়েছে দর্শক, TRP তলানিতে, আচমকা বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল

মুম্বইয়ে কাজের বিষয়ে: অভিনেত্রী নিজে কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন মুম্বইতে। কিন্তু তার পরপরই ফের বাংলা থেকে একের পর এক কাজের ডাক পাওয়ায় আবার ফিরে এসেছেন তিনি। দুই ইন্ডাস্ট্রিতে কাজের ফারাকের বিষয়ে বলতে গিয়ে শোলাঙ্কি (Solanki Roy) জানান, এখানে তাঁকে কখনো অডিশন দিতে হয়নি। কিন্তু মুম্বইতে তাঁকে অডিশন দিতে হয়েছে। তবে অভিনেত্রী বলেন, ওখানে কাজ করতে গিয়ে খুব ভয় পেয়েছিলেন তিনি। তবে সোহম মজুমদার তাঁকে অনেক সাহায্য করেছেন বলে জানান শোলাঙ্কি (Solanki Roy)।

আরো পড়ুন : আর নেই রেহাই! হাসিনাকে বাগে পেতে মরিয়া ইউনূস সরকার! জারি করা হল….

উল্লেখ্য, সোহমের সঙ্গেই সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল শোলাঙ্কির। কিন্তু সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্টই জানান, সোহম তাঁর শুধুই ভালো বন্ধু। সোহমের মতো আরো বন্ধু রয়েছে তাঁর। শোলাঙ্কি বলেন, এই মুহূর্তে তিনি সম্পূর্ণ সিঙ্গেল। আগামী দিনে প্রেম নিয়ে চিন্তা করবেন, তবে এখন তিনি কাজেই মন দিতে চান বলে জানান। অভিনেত্রী এও বলেন, কারোর সঙ্গে যদি সম্পর্ক তৈরি হওয়ার হয় তবে তা নিজের থেকেই হবে। জোর করে সম্পর্ক যেমন তৈরি হয় না, তেমনি জোর করে নিজেকে আটকানোও যায় না, বক্তব্য শোলাঙ্কির।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর