বাংলাহান্ট ডেস্ক : ক্রমাগত বদল আসছে ভারতের গাড়ি বাজারে। পেট্রোল-ডিজেল-সিএনজি গাড়ির পর এখন ইলেকট্রিক গাড়ির রমরমা দেশ জুড়ে। তবে এবার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে সোলার কার। জানা যাচ্ছে, সৌরশক্তি চালিত গাড়ি (Solar Car) তৈরি করেছে ভারতের (India) একটি সংস্থা।
সৌরশক্তি চালিত গাড়ির (Solar Car) বর্ণনা
এই সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাত্র ৫০ পয়সা খরচ করলে এই গাড়ি দেবে ১ কিলোমিটারের মাইলেজ। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো আয়োজিত হতে চলেছে আগামী জানুয়ারি মাসে। এই গ্লোবাল এক্সপোতে বিভিন্ন সংস্থা বেশ কিছু গাড়ির (Solar Car) মডেল নিয়ে হাজির হবে। সেগুলির মধ্যে আকর্ষণ কাড়তে পারে EVA।
আরোও পড়ুন : জেলে গুরুতর অসুস্থ চিন্ময়কৃষ্ণ! জুটছেনা চিকিৎসাও, সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইউনূস সরকার
পুনের স্টার্টআপ সংস্থা Vayve Mobility তৈরি করেছে ভারতের প্রথম সৌরশক্তি চালিত গাড়ি EVA। সংস্থার পক্ষ থেকে গাড়িটির প্রথম সংস্করণ প্রকাশ্যে আনা হয় ২০২৩ সালে। অনেকেই মনে করছেন ২০২৫ সালের ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে Vayve Mobility ইভিএ-র নতুন সংস্করণ নিয়ে আসতে চলেছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় রাস্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই গাড়িটি। এই চার চাকা গাড়িটি অনায়াসে যাতায়াত করতে পারবে ছোট জায়গাতেও। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, একবার চার্জ দিলে গাড়িটি ২৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।
সোলার প্যানেল (Solar Panel) বসানো থাকতে পারে গাড়ির ছাদে। সংস্থা জানিয়েছে, সোলার প্যানেলের মাধ্যমে গাড়িটি এক বছরে ৩ হাজার কিলোমিটার মাইলেজ দেবে। পাশাপাশি সংস্থা আরো দাবি করেছে, মাত্র ৫ মিনিট চার্জ দিলেই গাড়িটি ৫০ কিলোমিটার পর্যন্ত চলাচল করার উপযুক্ত হবে।