কোথাও বিরল ‘রিং ওফ ফায়ার’, কোথাও বা খণ্ডগ্রাস! একনজরে দেখে নিন সূর্যগ্রহনের ছবি ও ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ বিরল সূর্যগ্রহণের (solar eclipse) সাক্ষী হল দেশ। ভারতের বিভিন্ন প্রান্তে এক এক রূপে দেখা গেল সূর্যগ্রহন।একনজরে দেখে নিন কোথায় কেমন ভাবে দেখা গেল এই বিরল মহাজাগতিক দৃশ্য

IMG 20200621 130329

হরিয়ানাঃ

হরিয়ানার কুরুক্ষেত্র থেকে এবছরের সব থেকে ভাল সূর্যগ্রহণ দেখা গেল। আকাশে আগুনের বলয় রূপে দেখা গেল সূর্যকে

উত্তরাখণ্ডঃ

উত্তরাখণ্ডের দেরাদুন থেকে দেখা গেল বিরল ‘রিং অফ ফায়ার’, আগুনের বলয় রূপে ধরা দিল সূর্য

দিল্লিঃ

আকাশে মেঘ থাকার দরুন দিল্লি থেকে খুব স্পষ্ট হল না বিরল এই সূর্যগ্রহণ। মেঘের আড়ালে দেখা গেল খণ্ডগ্রাস

পাঞ্জাবঃ

পাঞ্জাবের অমৃতসর থেকেও দেখা গেল খণ্ডগ্রাস

পাকিস্তানঃ

পাকিস্তানের শহর করাচি ও লাহোর থেকে দেখা গেল বিরলতম বলয় গ্রাস। আকাশের বুকে সূর্যের অপরূপ দৃশ্য

https://twitter.com/RohabC/status/1274597090656747521?s=19

পশ্চিমবঙ্গঃ

আকাশে মেঘ থাকার দরুন বাংলা থেকে সেভাবে দেখা গেল না সূর্যগ্রহণ।

https://twitter.com/undefinedloverr/status/1274608819633483776?s=19

 

সম্পর্কিত খবর