সূর্য থেকে বেরিয়ে আসছে ভয়াবহ সৌরঝলক! বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে আজ

বাংলা হান্ট ডেস্ক: এবার পৃথিবীতে পড়তে চলেছে ভয়াবহ সৌরঝলক বা “সোলার ফ্লেয়ার”-এর প্রভাব। এমনকি, আজকেই এর প্রত্যক্ষ প্রভাব পরিলক্ষিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুলত, আমরা যাকে সৌর ঝড় বলে জানি তার অন্যতম একটি কারণ হল এই সৌরঝলক। এমনই এক শক্তিশালী সৌরঝলকের প্রভাব আজ পড়তে পারে পৃথিবীতে।

“সোলার ফ্লেয়ার” মূলত কি?
আমাদের গ্রহ থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫০.৩ মিলিয়ন কিমি। কখনও কখনও সেখান থেকে তীব্র বেগে প্রচুর শক্তিশালী কণা বেরিয়ে আসে। যেগুলিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় “সোলার পার্টিক্যাল”। এদিকে, আমাদের গ্রহ অর্থাৎ পৃথিবীকে ঘিরে রয়েছে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। এখন, স্বাভাবিকভাবেই সূর্য থেকে আগত ওই শক্তিশালী “সোলার পার্টিক্যাল”-কে ঢুকতে বাধা দেবে এই চৌম্বকক্ষেত্র।

যার ফলে সৃষ্টি হবে এক সংঘর্ষের। আর এর ফলেই যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, বুধবার যে সৌরঝলক আছড়ে পড়েছে সেটির শক্তিও তুলনামূলক ভাবে অনেকটাই বেশি। এর শক্তিকে ফেলা হয়েছে এক্স ক্লাস-এ। তাই, সৌরঝলকের প্রভাব আজ পড়তে পারে পৃথিবীতে।

ঠিক কি কি প্রভাব পড়বে?

মূলত, সূর্য থেকে ছুটে আসা “সোলার ফ্লেয়ার”-এর দাপট দুনিয়ার বিভিন্ন প্রান্তে উপগ্রহ যোগাযোগ ও জিপিএস সিস্টেমের উপরে প্রভাব ফেলতে পারে। এর প্রভাব পড়তে পারে ভারত-সহ দক্ষিণ পূর্ব এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে। যার ফলে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা এবং জিপিএস সিস্টেম ছাড়াও বিমান সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থাতেও প্রভাব পড়তে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে নটা নাগাদ একটি শক্তিশালী সৌরঝলক বা সোলার ফ্লেয়ার বেরিয়ে এসেছে সূর্য থেকে। এমনটাই জানিয়েছেন CESSI (Center of Excellence in Space Sciences India)-র কো-অর্ডিনেটর ও অধ্যাপক দীব্যেন্দু নন্দী। পাশাপাশি, গত ১৮ এপ্রিল এই সৌরঝলকের পূর্বাভাস দিয়েছিল CESSI।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর