তিন বেলার খাবার তৈরি হবে বিনামূল্যে, মাত্র কিছু টাকা দিয়ে কিনুন এই উনুন! বাঁচাবে গ্যাসের খরচ

বাংলাহান্ট ডেস্ক : রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া। দিন প্রতিদিন বাড়তেই থাকছে রান্নার গ্যাসের দাম। কিন্তু এবার মুশকিল আসান। বাজারে এসে গেল সৌরশক্তি চালিত প্রথম উনুন। এই উনুন তৈরি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আইওসির দাবি অন্তত তিনবার কোনও রকম খরচ ছাড়াই রান্না করা যাবে এই বিশেষ ধরনের সৌর উনুনে। চলুন জেনে নেওয়া যাক কী আছে এর বিশেষত্ব।

ভারতের সবচেয়ে বড়ো তেল কম্পানি আইওসি বুধবারই বাজারে নিয়ে এসেছে সৌরশক্তি চালিত এই বিশেষ উনুন। জানা যাচ্ছে এই উনুন রান্নাঘরে রেখেই ব্যবহার করা যাবে। কীভাবে কাজ করবে এই উনুন? আইওসির তরফ থেকে জানা যাচ্ছে, বাড়ির বাইরে লাগানো থাকবে একটি সৌর প্যানেল। এই সৌর প্যানেল থেকে সৌরশক্তি সংগ্রহ করে শক্তি সঞ্চয় করবে এই উনুন।

শুধু তাই নয়, বেঁচে যাওয়া শক্তিকে জমিয়েও রাখতে পারে এটি। এই জমে থাকা সৌরশক্তির সাহায্যে অন্তত তিনবার করা যাবে বলেই দাবি কোম্পানির। সবচেয়ে বড়ো সুবিধা যখন সূর্য থাকবে না অর্থাৎ রাতের বেলাতেও আমরা ব্যাবহার করতে পারবো এই নতুন ধরনের উনুনকে। শুধুমাত্র এই কেনার সময় খরচ হবে। তারপরে সেভাবে কিছু হবেনা বলেই মনে করছে আইওসি।

WhatsApp Image 2022 06 24 at 8.25.53 PM

এই সৌরশক্তি চালিত উনুনটি উদ্বোধন করলেন ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। এই উনুনের নাম দেওয়া হয়েছে সূর্য নূতন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই উনুন সৌর কুকারের থেকে অনেকটা আলাদা। সৌর কুকারকে বসিয়ে রাখতে হয় রৌদ্রে। এখানে সেইরকম কোনও ব্যাপার নেই। জানা যাচ্ছে চারজনের পরিবারে তিন বারের খাবার খুব সহজেই রান্না করা সম্ভব। এক বার শুধু একে রিচার্জ করতে হবে। তাহলেই আপনার রান্না ঘরে রান্নার গ্যাসের খরচ অনেকটাই কমিয়ে দেবে এই সৌরচুল্লী।


Sudipto

সম্পর্কিত খবর