বাংলা হান্ট ডেস্কঃ কৃষিকার্যের ওপর নির্ভর করে জীবিকা অর্জন করেন পশ্চিমবঙ্গের (West Bengal) গ্রাম বাংলার বহু পরিবার। কৃষকদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য অনেক আগেই কৃষকবন্ধু প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে এবারের রাজ্য বাজেটে কৃষকদের জন্য কোনো বরাদ্দ না থাকায় বিরাট সমালোচনার মুখে পড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে সব অভিযোগ দূরে রেখে, রাজ্যের কৃষকদের সুবিধার জন্য এবার এক দারুন উদ্যোগ নিতে চলেছেন রাজ্যের প্রশাসনিক কর্তারা।
সৌরবিদ্যুৎ-এর ব্যবহার করতে উদ্যোগী রাজ্য (West Bengal)
জানা যাচ্ছে, রাজ্যে (West Bengal) কৃষিকাজে সেচের জন্য যে পাম্প চলে, সেখানে যাতে সৌরবিদ্যুৎ ব্যবহার করা যায়, এবার তার জন্যই উদ্যোগ নিতে শুরু করেছেন প্রশাসনিক কর্তারা। এছাড়াও স্কুলগুলিতে মিড ডে মিলের রান্নার কাজে যাতে এলপিজির বদলে সৌরবিদ্যুতের ব্যবহার করা যায়, সেই চেষ্টাও চলছে। বুধবার শহরের বণিকসভা আয়োজিত একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।
রাজ্যের (West Bengal) অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি এপ্রসঙ্গে জানিয়েছেন, রাজ্যে যে বিদ্যুৎ ব্যবহৃত হয়, তার ২০ শতাংশ যাতে অচিরাচরিত ক্ষেত্র থেকে আসে, সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার। বাস্তবেও এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য কৌশলগত পদক্ষেপ করা হচ্ছে, বলেই দাবি করেছেন মন্ত্রী। এক্ষেত্রে উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন, পুরুলিয়ার ৯০০ মেগাওয়াট পাম্প স্টেরেজ প্রকল্প এমনই একটি পদক্ষেপ।
আরও পড়ুন: বিরাট সুখবর! আগামী শিক্ষাবর্ষ থেকেই বিএড-এ নিয়ম পরিবর্তন
![farm West Bengal](https://banglahunt.com/wp-content/uploads/2025/02/farm.jpg)