বাংলা হান্ট ডেস্ক: তিনি যোগ্য প্রার্থী। তাই শিক্ষকতার পদকেই বেছে নেবেন তিনি। সেজন্য চাকরি নিয়েও আন্দোলন চালিয়ে যাবেন এভাবেই! দৃপ্ত কণ্ঠে স্পষ্ট জানিয়ে দিলেন সোমা দাস। শরীরে ক্যানসারের মত মারণ রোগ বাসা নিলেও প্রবল ইচ্ছেশক্তি রয়েছে তাঁর। আর সেটার ওপর ভর করেই হাল ছাড়ছেন না তিনি।
বর্তমানে রাজ্যে শিক্ষক নিয়োগে “বেনিয়ম” ক্রমশ স্পষ্ট হচ্ছে। একের পর এক দুর্নীতির তদন্তও চলছে পুরোদমে। এদিকে, কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন চুপ করে নেই চাকরীপ্রার্থীরাও। বিগত বেশ কয়েক মাস ধরে কলকাতা বিভিন্ন জায়গায় SSC-তে নিয়োগের দাবিতে ধরনায় বসেছেন তাঁরা। এমনকি, শহর ছাড়িয়ে এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে জেলাগুলিতেও। ঠিক সেইরকমই আন্দোলনে সামিল হয়েছেন বীরভূমের নলহাটির বাসিন্দা সোমাও।
দুরারোগ্য ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়েই আন্দোলনের মঞ্চে নেমেছেন তিনি। শিক্ষক হওয়ার স্বপ্নে কার্যত অচল রয়েছেন সোমা। এদিকে, বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই চলছে শিক্ষক নিয়োগের মামলা। তাই সোমার প্রসঙ্গ পৌঁছে যায় তাঁর কাছে।
এমতাবস্থায়, সোমাকে আদালতে তাঁর সঙ্গে দেখা করতে বলেন বিচারপতি। সেইমত এজলাসে হাজির হওয়ার পর বিচারপতি তাঁকে প্রশ্নের মাধ্যমে জানতে চান, তিনি অন্য কোনও সরকারি চাকরি করতে ইচ্ছুক কিনা? আর সেখানেই সোমা স্পষ্ট জানিয়ে দেন, “আমি যোগ্য প্রার্থী। তাই, শিক্ষকতাই করব, অন্য কিছু নয়। চাকরি নিয়ে আন্দোলন থেকেও সরে যাব না।”
এছাড়াও, সাংবাদিকদের তিনি জানিয়েছেন, “আমি এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। নিজের যোগ্যতা প্রতিষ্ঠার জন্যই এই লড়াই। আমার চাকরিটা হয়ত হয়েও যেত। কিন্তু আমার স্বপ্নটা পূরণ হত না।” পাশাপাশি, SSC-র দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করে তিনি জানিয়েছেন, “এতদিন ধরে উনি আমাদের জন্য একা লড়ে যাচ্ছেন। পাশে এসে কোনও বুদ্ধিজীবী বা সাধারণ মানুষ দাঁড়াচ্ছেন না। সেইখানে দাঁড়িয়ে আমি এই চাকরি নিয়ে সরে যেতে চাই না।”