কুন্তলের টাকা ফেরত দেওয়ার পর মুখ খুললেন সোমা, কী বলছে ED?

বাংলাহান্ট ডেস্ক : সোমা চক্রবর্তী ইডির (Enforcement Directorate) নির্দেশ মত কুন্তলের ঋণের টাকা ফেরত দিয়েছেন। জানা গিয়েছে সোমা চক্রবর্তী (Soma Chakraborty) কুন্তল ঘোষের (Kuntal Ghosh) অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা। এই টাকা ফেরত দেওয়ার পর সোমা জানান ইডির নির্দেশ অনুযায়ী তিনি টাকা ফেরত দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন হুগলির বলাগড়ের তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। কুন্তলের ব্যাংক স্টেটমেন্ট খতিয়ে দেখার সময় সোমা চক্রবর্তীর নাম লক্ষ্য করে ইডি। তাতে দেখা যায় বিউটি পার্লার কর্ণধার সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে ঢুকেছে ৫৫ লক্ষ টাকা।

এরপর সিজিও কমপ্লেক্স এ ইডি তলব করে সোমা চক্রবর্তীকে। সোমা চক্রবর্তী দুবার ইডির অফিসে হাজিরা দেন। শেষবার ১০ই মার্চ সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে আসেন সোমা। সূত্রের খবর, সেদিন সোমা চক্রবর্তীকে ইডি নির্দেশ দেয় কুন্তলের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়ার জন্য। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় সোমা সেই টাকা শোধ করে দেন।

একটি সাক্ষাৎকারের সোমা চক্রবর্তী বলেছেন, “ওটা আমার লোন অ্যাকাউন্ট। আমি ঋণ হিসেবে ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা নিয়েছিলাম। সেই টাকাই ফিরিয়ে দিলাম কুন্তল ঘোষের অ্যাকাউন্টে।” সোমা স্বীকার করেছেন যে শেষবার যখন তিনি ইডি অফিসে গিয়েছিলেন সেই সময় তাকে তদন্তকারীরা নির্দেশ দেন পাঁচ দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দিতে হবে।

soma chakraborty

এরপর অনলাইন মারফত তিনি সেই টাকা ফেরত দেন। এরই সাথে সময় দাবি করেছেন এরপর আর ইডি তাকে ডেকে পাঠায়নি। পাশাপাশি সোমা দাবি করেছেন এই মামলায় ইডি তাকে ক্লিনচিট দিয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, সোমার বিউটি পার্লারের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল গত বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর