বাংলা হান্ট ডেস্কঃ দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধনে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল রাজ্য। বুধবার সেই আমন্ত্রণ রক্ষা করেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে হাসিমুখে বৈঠকও করতে দেখা যায় তাঁকে। সেই নিয়েই যত বিতর্ক! ইতিমধ্যেই বিজেপির একাধিক নেতা প্রতিবাদ জানিয়েছেন। এবার কোলাঘাটে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন পদ্ম শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি।
বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে দিলীপ (Dilip Ghosh)!
বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কোলাঘাটে চা-চক্রে যোগ দিতে গিয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। সেখানে তাঁদের গাড়ি ধরে বিক্ষোভ দেখান কিছু মানুষ। ‘গো ব্যাক’ স্লোগান ওঠার পাশাপাশি দিলীপের জন্য বিছিয়ে রাখা সবুজ গালিচাও তুলে নেন তাঁরা। বিজেপি নেতা কেন কোলাঘাটে চা-চক্র করতে এসেছেন? জেলা সভাপতি, স্থানীয় নেতৃত্বকে না জানিয়ে কেন এই কর্মসূচি? এই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।
জানা যাচ্ছে, এদিন দিলীপ ঘোষকে নিয়ে টানাটানি হয়। পরিস্থিতি এতটাই তেতে উঠেছিল যে গাড়ি থেকে নেমে আসতে বাধ্য হন দিলীপের স্ত্রী তথা বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। তাঁর সঙ্গেও বচসায় জড়ান বিক্ষুব্ধ কর্মীরা। রিঙ্কু বলেন, ‘এখন দলের মধ্যে তিনটি লাইন চলছে’। সেকথা শুনে প্রতিবাদকারীরা বলেন, ‘কোনও লাইন নেই। লাইন বানিয়ে দেওয়া হয়েছে। আপনারা পদে রয়েছেন, আপনারা জানেন’।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! ED-কে অনুমতি দিয়ে দিলেন রাজ্যপাল! পার্থ-মানিকের জন্য জোর ধাক্কা
রিঙ্কুর পাশাপাশি এদিন প্রতিবাদকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দিলীপও। দাবি করেন, যার বাড়ি, তিনি আমন্ত্রণ জানানোতেই আসা। পাল্টা প্রতিবাদীরা বলেন, যিনি আমন্ত্রণ জানিয়েছেন, তিনি অন্য বিধানসভার লোক। এক ব্যক্তি আবার বলেন, ‘বিজেপিতে থেকে বিজেপির বিরুদ্ধে কাজ করলে চলে না’।
পরিস্থিতি সামাল দিতে বিজেপি (BJP) নেতাকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। যেতে যেতে তিনি বলেন, ‘কত অনুগামী আমি দেখছি দাঁড়াও। কাল বিজেপিতে এসে আমায় শেখাচ্ছে’। পূর্ব নির্ধারিত চা-চক্রে যোগ দিয়েও এই নিয়ে সরব হন পদ্ম নেতা।
দিলীপ বলেন, ‘কিছু লোক রয়েছেন, যারা দলকে কব্জা করতে এসেছেন। তাঁরা নতুন নতুন বিজেপি হয়েছে। একটু ঝামেলা করতে চাইছে। তবে এটা হবে না। লাখ লাখ বিজেপি কর্মী বাড়িতে বসে আছেন। তবে তাঁরা বিজেপি ছাড়েননি। এরাই কাজ করতে দিচ্ছে না। আচমকা যারা বিজেপি করে, তাঁরা আচমকা এসেছে, আচমকাই যাবে। আমরা রক্ত-ঘাম ঝরিয়ে দল দাঁড় করিয়েছি। দিলীপ ঘোষ আসল কথা বলেছে বলেই এসব করছে। দিলীপ ঘোষ বলবেই’।
উল্লেখ্য, গতকাল জগন্নাথ মন্দিরে যাওয়া ও মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে বৈঠক করার পরেই বিতর্কে জড়ান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রকাশ্যেই তাঁর সমালোচনা করেছেন একাধিক বিজেপি নেতা। এবার দলের কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন তিনি।