হার্দিক পান্ডিয়ার বিকল্প পেয়ে গেল টিম ইন্ডিয়া, ব্যাটিং-বোলিংয়ে চমকে দিলেন এই উঠতি তারকা

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের পরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক্ষেত্রে এখন বিসিসিআইয়ের বড় চিন্তার কারণ জোরে বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিক এখনও মুম্বাইয়ের হয়ে একটুও বোলিং করেন নি। পিঠের চোট থেকে ফেরার পর হার্দিকের বোলিং করা এমনিতেই অনেকটা কমে গিয়েছে। কিন্তু ভারতীয় দলের অলরাউন্ডার হিসেবেই হার্দিক পান্ডিয়াকে ভীষণ প্রয়োজন। কারণ বিশেষজ্ঞদের মতে ভারত মাত্র তিন জোরে বোলার খেলাচ্ছে হার্দিক বল করবেন এ কথা মাথায় রেখেই।

যদিও বিসিসিআইয়ের এক সূত্র এর আগেই জানিয়েছেন হার্দিককে নিয়ে অত চিন্তার কারণ নেই। রোহিত তাকে সঠিকভাবে ব্যবহার করছেন, নেটেও তিনি বল করছেন আগামী দিনে ম্যাচেও হয়তোবা বল করানো হতে পারে। তবে একই সঙ্গে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে হার্দিকের ফিটনেসের দিকে নজর রাখছেন তারা। বেশকিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী যদি হার্দিক একেবারেই বল না করতে পারেন সে ক্ষেত্রে বিশ্বকাপের দল থেকে তাকে বাদ দেওয়াও অসম্ভব কিছু নয়।

   

প্রত্যেক টিমের কাছেই সুযোগ রয়েছে ১০ অক্টোবর অবধি দল পরিবর্তন করা, সেক্ষেত্রে হার্দিক তাড়াতাড়ি বোলিং ক্রিজে না ফিরলে হয়তোবা তার জায়গায় শার্দুল ঠাকুরের কথাও ভাবতে পারে বিসিসিআই। একইভাবে ঈশান কিশান দ্রুত ফর্মে না ফিরলে হয়তো ভাবা হতে পারে শ্রেয়াস আইয়ারের কথা। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ আবার এও বলছেন হার্দিক পান্ডিয়ার জায়গায় কেকেআরের উঠতি তারকা ভেঙ্কটেশ আইয়ারের কথা ভাবতে পারে বিসিসিআই।

IMG 20210930 114139

কেকেআরের বিস্ফোরক এই ব্যাটার একদিকে যেমন বাঁহাতে মারমুখী ব্যাটিং করেন তেমনি করেন পার্টটাইম জোরে বোলিংও। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে বল হাতে সিমরান হেটমায়ার এবং অক্ষর প্যাটেলকে ঘরে ফিরিয়েছিলেন তিনি। এছাড়া ৪১টি টি-টোয়েন্টি ম্যাচে ২১ টি উইকেটও রয়েছে তার। তবে হার্দিক পান্ডিয়ার মত অভিজ্ঞ একজন অলরাউন্ডারের জায়গায় তার মত একজন অনভিজ্ঞ খেলোয়াড় এখনই সুযোগ পাবেন বলে মনে হয় না। ভারতীয় দলে এখনও তার অভিষেকও ঘটেনি। যদিও ব্যাট হাতেও ইতিমধ্যেই বেশ কয়েকটি আকর্ষণীয় ইনিংস খেলে ফেলেছেন তিনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর