বাংলা হান্ট ডেস্কঃ ৮ ই ডিসেম্বর ২০২১, আচমকাই এক ভয়ঙ্কর ঘটনায় নড়ে ওঠে গোটা ভারত (india)। আকাশপথে চলতে গিয়ে আচমকাই ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার Mi-17V5 হেলিকপ্টার। মুহূর্তেই ধরে যায় আগুন। জানা যায় ওই দুর্ঘটনাগ্রস্থ কপ্টারে ছিলেন চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। জানা গিয়েছিল, কোন এক অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা।
বুধবার সকালের তামিলনাড়ুর কুন্নুরের দুর্গম পাহাড়ি এলাকার দুর্ঘটনাগ্রস্থ কপ্টারে সস্ত্রীক বিপিন রাওয়াত ছাড়াও ছিলেন মোট ১৪ জন। বিপিন রাওয়াত সমেত তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সেনার বিমান দুর্ঘটনায় দেশের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং ওনার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৩ জন যাত্রী প্রয়াত হয়েছেন।
উত্তরাখণ্ডের এক সেনা পরিবারে ১৯৫৮ সালে জন্মগ্রহণের পর ১৯৭৮ সালে ভারতীয় সেনার ১১ গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়নে যোগ দেন বিপিন রাওয়াত। আবার এই ব্যাটেলিয়নে কর্নেল হিসেবে নেতৃত্বও দিয়েছেন তিনি। এরপর কাজের দক্ষতার দ্বারা জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে মেজর হিসেবে নিযুক্ত হন।
১৯৭৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৪০ বছরের কর্মজীবনে সেনার বহু পদক অর্জনের পাশাপাশি পরম বিশিষ্ট সেবা মেডেল, উত্তম যুদ্ধ সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, যুদ্ধ সেবা মেডেল, সেনা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল, বিদেশ সেবা মেডেলে সম্মানিত হন তিনি।
বিপিন রাওয়াতের কর্মজীবন-
ভারতীয় সেনার সেকেন্ড লেফটেন্যান্ট নির্বাচিত হন ১৯৭৮ সালে।
লেফটেন্যান্ট হন ১৯৮০ সালে।
ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হন ১৯৮৪ সালে।
মেজর পদ লাভ করেন ১৯৮৯ সালে।
লেফটেন্যান্ট কর্নেল পদ পান ১৯৯৮ সালে।
কর্নেল হন ২০০৩ সালে।
ব্রিগেডিয়র পদ লাভ করেন ২০০৯ সালে।
মেজর জেনারেল হিসাবে নিযুক্ত ২০১১ সালে।
লেফটেন্যান্ট জেনারেল হন ২০১৪ সালে।
ভারতীয় সেনার প্রধান নির্বাচিত হন ২০১৭ সালে।
চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিযুক্ত হন ২০১৯ সালে।