লকডাউনে ভারতে আটকে পড়ায় সাধুদের মতো ঋষিকেশে গুহায় ছিলেন কিছু বিদেশী

উত্তরাখণ্ড এর এখানে ঋষিকেশের তীরে একটি গুহায় ছয় বিদেশী বাস করছে । লক ডাউনে তারা এদেশ আটকে পড়েছে , বিদেশীরা অর্থের অভাবে, কোনো সাহায্য না পেয়ে গুহায় আশ্রয় নিয়েছে।

পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছেন, এই দলে তিনজন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন।  এই এর মধ্যে লক্ষ্মণ ঝুলা থানার স্টেশন হাউস অফিসার রকেন্দ্র সিং কাতাইথ এইচটি কে জানিয়েছেন, “এই দলে তিনজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে দু’জন ইউক্রেনের এবং একটি করে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং নেপালের।

corona virus getty

পুলিশ জানিয়েছেন তারা অনেক কষ্ট করে বেশি কয়েক দিন ধরেই এখানেই থাকছিল।  জানা গেছে তারা কাঠের কাঠ দিয়ে তাদের খাবার রান্না করছিল। তারা নাকি খাবার জন্য গঙ্গা থেকে জল এনেছে। তাদের সবাইকে থানায় নিয়ে আসা হয়েছিল যেখানে তারা বলেছিল যে এইখানে যারা থাকছিল হোটেলের চার্জ দেওয়ার জন্য টাকা পয়সা না দিতে পেরে তারা ২৪ শে মার্চ গুহায় স্থানান্তরিত হয় ।

আগামী কয়েক দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে নরেন্দ্র মোদী লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।


সম্পর্কিত খবর