কেন ‘৬, ৭, ৮ অথবা ৯’ দিয়েই শুরু হয় ভারতের মোবাইল নম্বর? আসল রহস্য জানলে চমকাবেন শিওর

বাংলাহান্ট ডেস্ক : ছোটবেলায় সাধারণ জ্ঞানের বই আমাদের অনেকের কাছেই ছিল আকর্ষণের অন্যতম একটি বিষয়। সময়ের অভাবে অনেকেই একটা সময় পর আর সাধারণ জ্ঞান নিয়ে চর্চা করে উঠতে পারেন না। তবে ভারতের (India) যেসব ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট।

ভারত (India) সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞান

ভারতে (India) চাকরির পরীক্ষায় ইন্টারভিউ রাউন্ডে অনেক সময়ে প্রার্থীকে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা সহজ মনে হলেও আদতে অত্যন্ত কঠিন। তাই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন তাদের নিয়মিত সাধারণ জ্ঞানের (General Knowledge) চর্চা আবশ্যিক। আজকের প্রতিবেদনে আমরা সেরকমই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি যা অত্যন্ত সহায়ক হতে পারে চাকরিপ্রার্থীদের কাছে।

আরও পড়ুন : এক লাফে ৫ বছর এগোবে গল্প, জি বাংলার থেকে স্লট কাড়তে ত্রিকোণ প্রেম আনছে জলসার এই মেগা!

কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় ?

 -জাপানকে।

জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত ?

– ক্রিকেট।

গান্ধিজিকে মহাত্মা নামে কে অভিহিত করেন?

 – রবীন্দ্রনাথ ঠাকুর।

আরও পড়ুন : টেনেটুনে ১ মাস, বিতর্ক মাত্রা ছাড়াতেই নায়ক বদলের দাবি, জি এর মেগা বয়কটের ডাক দর্শকদের!

এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

 -১৭৮৪ সালে।

রিটা (RITA) কোন দেশের সংবাদ সংস্থা?

– রাশিয়া।

জালালউদ্দিন মহম্মদ কী নামে পরিচিত?

– বাবর।

প্রথম বাঙালি পাইলট কে ছিলেন?

– দূর্বা বন্দ্যোপাধ্যায়।

Some general knowledge about India.

• কেন ‘৬, ৭, ৮ অথবা ৯’ দিয়েই শুরু হয় ভারতের (India) মোবাইল নম্বর?

• পুলিশ, দমকল, রেলের মতো বিশেষ বিভাগের নম্বর শুরু হয় ১(1) দিয়ে। ভারতের ল্যান্ডফোন নম্বরের শুরু ২,৩,৪ বা ৫ নম্বর দিয়ে। তাই ৬,৭,৮ ও ৯ দিয়ে শুরু হয়ে থাকে ভারতের (India) মোবাইল নম্বর (Mobile Number)।

• বিশ্বের একমাত্র কোন দেশ যার পতাকা বর্গাকার বা আয়তাকার নয়?

-নেপাল।

• ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার নাম কী?

– TRAI ( টেলিকম রেগুলিটি অথরিটি অফ ইন্ডিয়া)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর