বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ! চাকরি হারিয়ে ডিভিশন বেঞ্চে ‘গ্রুপ সি’ কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহে একজোটে ৭৮৫ জন গ্ৰুপ সি (Group C) কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এবার বিচারপতির সেই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন গ্ৰুপ সি কর্মীদের একাংশ। সোমবার চাকরিচ্যুতদের পক্ষের আইনজীবী পার্থদেব বর্মণ এই বিষয় নিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রুপ সি তে ওএমআর শিট কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই ৭৮৫ জন কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। অন্যদিকে, কমিশনের সুপারিশপত্র ছাড়াই গ্রুপ সি-তে চাকরি করছেন ৫৭ জন, এমন অভিযোগ সামনে আসার পর বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে ২ ঘণ্টার মধ্যে সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দেন।

বিচারপতির নির্দেশ মেনে ঘণ্টা খানেকের মধ্যেই সেই নামের তালিকা প্রকাশ করে এসএসসি। এরপর ওই ৫৭ জনেরও চাকরি বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন তিনি। বিচারপতি কমিশনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সকলের চাকরি বাতিল (Job Cancel) করার নির্দেশ দেন। সেইমত পরদিনই একজোটে মোট ৮৪২ জন গ্রুপ সি কর্মী চাকরি হারায়।

high court

শুধু তাই নয়, সেই দিন সেই সময় থেকেই ওই গ্ৰুপ সি কর্মীদের স্কুলে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতি। ১০ দিনের মধ্যে ওই পদ গুলিতে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছিল হাইকোর্ট। বিচারপতির এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে এদিন ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিহারা গ্ৰুপ সি কর্মীদের একাংশ।

জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই গ্ৰুপ সি চাকরিচ্যুতদের একাংশের এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর