‘কিছু নেতা আছে, হাত পেতে টাকা নেয়’,দুর্নীতির অভিযোগ স্বীকার TMC বিধায়কের! তুঙ্গে শোরগোল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে দুর্নীতি (Corruption) ইস্যুতে কঙ্কালসায় দশা রাজ্যের শাসক দলের। শিক্ষক কেলেঙ্কারির মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ তৃণমূলের (Trinamool Congress) বহু নেতা। যা নিয়ে হামেশাই বিরোধীদের তোপের মুখে মমতার দল। আর এবার দুর্নীতির কথা নিজ মুখে স্বীকার করে নিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা (Saokat Molla)।

শুক্রবার ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় একটি দলীয় সভায় উপস্থিত ছিলেন শওকত। সেখান থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য শোনা গেল তার গলায়। সমাজের কাছে দলের কর্মীদের দায়বদ্ধতার কথা বলতে গিয়ে হঠাৎ বিধায়ক বলেন, “আইএসএফ-কে দোষ দেব না। আমাদের নেতাদেরও দোষ আছে। আমাদের কিছু ভিখারি নেতা আছেন। জানেন তাদের কাজ কী? হাত পেতে টাকা নেওয়া। ঘরের জন্য দাও পাঁচ হাজার-দশ হাজার। বিচারের জন্য দাও পাঁচ হাজার-দশ হাজার। রাস্তার জন্য দাও পাঁচ-দশ হাজার।”

হুঁশিয়ারির সুরে শওকত বলেন, “আমি আমার বিধানসভায় নতুন নিয়ম চালু করেছি। কোনও নেতা গরিব মানুষের কাছ থেকে পাঁচ টাকা নিলে ২৪ ঘণ্টার ভেতরে তাকে দল থেকে বের করে দেওয়া হবে।” পরেও নিজের এই মন্তব্যেই অনড় থেকেই সাংবাদিকদের সামনে তিনি বলেন, “বুথ স্তরের কিছু নেতা আছেন, যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে।”

বিধায়কের সংযোজন, “আমাদের দল দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে। টাকা নেওয়ার খবর পেলেই তদন্ত হবে। দোষ প্রমাণিত হলে ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে তাড়িয়ে দেব।” বিধায়কের এই মন্তব্যকে সমর্থন জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও।

এই বিষয়ে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ বলেন, ‘আমরা যারা স্বচ্ছ রাজনীতি করি, এটা তাদের সকলের দাবি। শুরু থেকেই আমরা একথা বলে এসেছি। দল যাতে সুশৃঙ্খলভাবে চলে, তার জন্যই শওকত মোল্লা এমনটা বলেছেন।’

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X