বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রতিকূল পরিস্থিতিতেও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথম টেস্ট দুর্দান্তভাবে ড্র করতে সক্ষম হয়েছে। কিন্তু ম্যাচটি অমীমাংসিত থাকলেও কেন উইলিয়ামসনের অধিনায়কত্বে কিউয়ি দলের কাছে এই ফল অনেকটা জয়ের মতো। সোমবার ম্যাচের শেষ ও পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৬৫ রান করে নিউজিল্যান্ড। শেষ দিনে দলটি ৯৪ ওভার ব্যাট করে এবং ভারতের তিন স্পিন বোলারের মুখোমুখি হয়েছিল। তার মধ্যেও এই ফলাফল তাদের পক্ষে খুবই ইতিবাচক। ২ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি হবে ৩ রা ডিসেম্বর থেকে মুম্বাইয়ে।
প্রথম টেস্ট ড্র করার পেছনে বড় হাত রয়েছে নিউজিল্যান্ডের ৪ খেলোয়াড়ের। এতে টম ল্যাথাম ও উইলিয়াম সমারভিল শীর্ষে রয়েছেন। দুজনেই দ্বিতীয় উইকেটে ১৯৪ বলে ৭৬ রান যোগ করেন। দুজনই খেলেছেন একশোর বেশি বল। ১৪৬ বলে ৫২ রান করেন ল্যাথাম। অন্যদিকে সমারভিল ১১০ বল খেলে ৩৬ রান করেন। দুজনই প্রথম সেশনে একটি উইকেটও পড়তে দেননি। এটিও ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। শেষ দিনে এই ঘূর্ণি উইকেটেও মাত্র ৮ উইকেট হারিয়েছে কিউই দল।
অধিনায়ক কেন উইলিয়ামসনকে ঘিরেই নিউজিল্যান্ডের ব্যাটিং। কিন্তু তিনি দুই ইনিংসেই তেমন কিছু করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ইনিংসে দলকে নিরাশ করেননি তিনি। তিনি ১১২ বল মোকাবেলা করে ২৪ রান করেন। একই সঙ্গে রাচিন রবীন্দ্র শেষদিকে ৯১ বল খেলে ম্যাচ ড্র করেন। ১৮ রানে অপরাজিত থাকেন তিনি। এটাই ছিল তার অভিষেক টেস্ট। অর্থাৎ তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন।
এই সিরিজটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ড্র ম্যাচের পর দুই দলই পেয়েছে ৪ পয়েন্ট। এই ম্যাচে জয়ী দল ১২ পয়েন্ট পেত। এই ভাবে টিম ইন্ডিয়ার কাছ থেকে ৮ পয়েন্টও কেড়ে নিয়েছে নিউজিল্যান্ড।