‘তৃণমূল আমার বিরুদ্ধে চক্রান্ত করছে!’, চাঞ্চল্যকর অভিযোগ TMC বিধায়ক তাপস সাহার

বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক অভিযোগ তাপস সাহার। দলেরই কেউ কেউ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছেন। সিবিআই (CBI) এর ১৫ ঘণ্টা তল্লাশি শেষে সংবাদমাধ্যমের সামনে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। শুক্রবার বিকেল থেকে বিধায়কের বাড়িতে শুরু হয় কেন্দ্রীয় সংস্থার তল্লাশি অভিযান।

কেন্দ্রীয় সংস্থা একটানা জিজ্ঞাসাবাদ করে তৃণমূল বিধায়ককে। বাড়ি থেকে কার্যালয়, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সারারাত জুড়ে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। শনিবার সকালে বেরিয়ে যান আধিকারিকরা। নথি সংগ্রহের জন্য বিধায়কের বাড়িতে ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে গিয়েছিল সিবিআই। প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে বলেও জানান কেন্দ্রীয় আধিকারিকরা।

   

tmc tapas saha

তল্লাশি শেষে তাপস সাহার অভিযোগ করে বলেন, বিভিন্ন ভাবে এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের যুব নেতাদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন তাপস সাহা। তিনি আরও বলেন, ‘তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি।’ তাঁর দাবি, তৃণমূলের স্থানীয় যুব নেতা মলয় বিশ্বাস বা মিঠুর নাম শোনা গিয়েছে তদন্তকারীদের মুখে। একদম পরিকল্পনামাফিক সিবিআই এসেছিল বলেও উল্লেখ করেছে তিনি।

তবে এই পরিস্থিতিতে দল যে তাঁর পাশে নেই, সে কথা স্পষ্ট জানান তাপস সাহা।  তিনি বলেন, ‘আমি চক্রান্তের শিকার’, কার চক্রান্ত? তাপস বলেন, ‘বিজেপিও চক্রান্ত করেছে, তৃণমূলও করেছে।’ দলের কেউ কেউ যে তাঁর নাম বলেছেন, সে কথা নাকি শোনা গিয়েছে সিবিআই-এর মুখেও। তিনি জানান, এখনও পর্যন্ত দল তাঁর পাশে দাঁড়ায়নি। দলের কোনও নেতা কথাও বলেননি তাঁর সঙ্গে। তাপসের দাবি, ‘আমি লড়াই করা মানুষ। দল ছাড়ব না। এটাকেই তো রাজনীতি বলে। যাঁরা চক্রান্ত করেছে তাঁদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।’

শুধুমাত্র বাড়িতে নয়, বিধায়ককে নিয়ে বেতাই কলেজেও যান সিবিআই। তাপস সাহা ওই কলেজের পরিচালন সমিতির সদস্য বলে জানা গিয়েছে। তাপস জানিয়েছেন, বেতাই কলেজে গিয়ে একাধিক ঘরে তল্লাশি চালিয়েও কিছু পায়নি সিবিআই। খতিয়ে দেখা হয় প্রিন্সিপ্যালের ঘর। কলেজে কিছু পাওয়া যায়নি বলেই দাবি বিধায়কের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর